ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তার মৃত্যু
পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় জয়নাল আবেদীন (৩৪) নামের এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৩টায় পাবনা-নাটোর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
জয়নাল আবেদীন নাটোরের গুরুদাসপুর উপজেলার নওদাপাড়া গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে। তিনি ডিএমপির দক্ষিণ বিভাগ হেডকোয়াটার্সে কর্মরত ছিলেন।
স্থানীয়রা জানান, কুষ্টিয়া থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এসময় মোটরসাইকেলচালক রাসেল হক কাজল (২৩) গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পাকশী হাইওয়ে পুলিশের এসআই বেলাল হোসেন জানান, ঘাতক বাসটি চিহ্নিত করা যায়নি। তার মরদেহ পাবনা সদর থানার হিমাগারে রাখা হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments