স্ত্রী চলে যাওয়ায় স্বামীর আত্মহত্যা
পাবনার ঈশ্বরদীতে স্ত্রী চলে যাওয়ায় মানসিক বিকারগ্রস্ত পরমেশ সরদার কালু (২৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বুধবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার মুলাডুলি ইউনিয়নে এই ঘটনা ঘটে। ইউনিয়নের পতিরাজপুর গ্রামের নিজের ঘর থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
পরমেশ সরদারের ভাই নিপেন্দ্রনাথ সরদার জানান, পরমেশ সরদারের স্ত্রী মিতু সরদার প্রায় এক বছর আগে তিন সন্তানকে নিয়ে রাগ করে তার বাবার বাড়ি জামালপুরের সরিষাবাড়িতে চলে যান। বহুবার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেও তাকে ফেরত আনা যায়নি। বেশ কিছুদিন ধরে পরমেশ ঠিকমতো খাওয়া ধাওয়া করতেন না। এভাবেই শারীরিক ও মানসিকভাবে তিনি ভেঙে পড়েছিল। মঙ্গলবার রাতে তিনদিন পর বাড়িতে এসে ঘরে ঘুমাতে যায়। সকালে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজা ভেঙে দেখি ঘরের ডাবের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস নিয়েছেন।
ঈশ্বরদীর থানার এস আই (উপ-পুলিশ পরিদর্শক) দোলা জানান, মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments