× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে ২০ শিক্ষার্থী পেল বাইসাইকেল

পাবনার ঈশ্বরদীর উপজেলার ২০ জন শিক্ষার্থী পেয়েছে বাইসাইকেল। সলিমপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে মাধ্যমিক বিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে এই বাইসাইকেল দেওয়া হয়েছে । একই সঙ্গে ৬টি কমিউনিটি ক্লিনিকে অক্সিজেন সিলিন্ডার, চেয়ার টেবিলসহ স্বাস্থ্য উপকরণ সামগ্রী প্রদান করা হয়। মঙ্গলবার (১১ অক্টোবর) দুপুরে সলিমপুর ইউনিয়ন পরিষদের হলরুমে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান। সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আসমা খান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আব্দুল বাতেন, এলজিএসপি কর্মকর্তা আশরাফুল ইসলাম প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ, কমিউনিটি কিনিকের স্বাস্থ্যকর্মী, ইউপি সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments