× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীর দুই ব্যক্তি পেলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার

দেশের কৃষিখাতে অবদান রাখায় এ বছর পাবনার ঈশ্বরদী থেকে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার পেয়েছে ২ ব্যক্তি। বাণিজ্যিক ভিত্তিতে গবাদিপশু পালনে তন্ময় ডেইরি ফার্মের স্বত্ত¡াধীকারী মো. আমিরুল ইসলাম স্বর্ণপদক পেয়েছেন এবং কৃষিতে অবদান রাখার জন্য বোঞ্জ পদক পেয়েছেন শাহিন কৃষি খামারের স্বত্ত¡াধীকারী মো. শাহীনুজ্জামান, বুধবার (১২ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে দেওয়া হয় এ পুরস্কার। পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বর্ণপদকপ্রাপ্তরা নগদ এক লাখ টাকা, রৌপ্যপদকপ্রাপ্তরা ৫০ হাজার টাকা ও ব্রোঞ্জপ্রাপ্তরা ২৫ হাজার করে টাকা ও সনদপত্র পেয়েছেন। ১৪২৫ বঙ্গাব্দের জন্য ১৫ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং ১৪২৬ বঙ্গাব্দের জন্য ২৯ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার দেওয়া হয়। পুরষ্কার পাওয়ার পর অনুভ’তিতে স্বর্ণপদকপ্রাপ্ত তন্ময় ডেইরি ফার্মের স্বত্ত¡াধীকারী মো. আমিরুল ইসলাম বলেন, সম্মান প্রাপ্তির চেয়ে ধরে রাখা কঠিন। এই অর্জন আমাকে আরও ভাল কিছু করতে উৎসাহিত করবে। এই সম্মান ধরে রাখতে পারি সেজন্য সকলের দোয়া চাই। ##
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments