× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঈশ্বরদীতে বিক্ষোভ ও মানববন্ধন

পাবনার ঈশ্বরদীতে ট্রাক চালক মানিক হোসেনের ওপর সন্ত্রাসী হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে। রোববার (৩০ অক্টোবরে) পাবনা জেলা ট্রাক, ট্যাংকলরী ও শ্রমিক ইউনিয়ন ঈশ্বরদী উপজেলা শাখার উদ্যোগে উপজেলা সদরের রেলগেট এলাকায় ওই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন ও সমাবেশে বক্তারা মানিক হোসেনের ওপর ২৮ অক্টোবর সন্ত্রাসীদের আক্রমণ, মূল্যবান জিনিসপত্র ছিনতাই ও প্রাণনাশের হুমকির ঘটনায় ক্ষোভ ও নিন্দা জানান। সেই সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। ঈশ্বরদী উপজেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের ভারপ্রাপ্ত আহ্বায়ক রেজাউল করিম বাবুর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বাংলাদেশ আওয়ামী মোটর চালক লীগ ঈশ্বরদী উপজেলা শাখার সভাপতি মফিকুল ইসলাম মুকুল, সহসভাপতি জালাল সরদার, আবুল কালাম আজাদ, মুক্তার হোসেন, ট্যাংকলরী ও শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি ভাষা পরামানিক, সংগঠনের সদস্য ও ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম, লাইন সম্পাদক আবু শাহিন প্রমুখ বক্তব্য দেন। বেলা সাড়ে ১১টা থেকে ঘণ্টাব্যাপী চলা ওই সব কর্মসূচিতে শ্রমিক ইউনিয়ন সংগঠনের নেতৃবৃন্দসহ ট্রাক চালকেরা উপস্থিত ছিলেন।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments