নিউ এরা ফাউন্ডেশনে জাতীয় যুব দিবস পালিত
‘প্রশিক্ষিত যুব উন্নত দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিউ এরা ফাউন্ডেশনে জাতীয় যুব দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, দেওয়াল পত্রিকা যুবকণ্ঠ’র মোড়ক উন্মোচন ও গাছের চারা বিতরণ করা হয়।
মঙ্গলবার (১ নভেম্বর) সকালে ফাউন্ডেশনের প্রবীণ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের উপ-পরিচালক মোস্তাক আহমেদ কিরণের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও সাবেক সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন পরিচালক মোঃ শফিকুল ইসলাম। অন্যদিকে বিকেলে ফাউন্ডেশনের দুয়ারিয়া ইউনিয়ন সমৃদ্ধি কর্মসূচীর অংশ হিসেবে টিটিয়াতে একই কর্মসূচী পালিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে মঞ্জুর রহমান বিশ্বাস বলেন, ২০৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে। এই অগ্রযাত্রায় কান্ডারি হবে দেশের যুবসমাজ। তরুণরাই দেশকে উন্নত অবস্থানে নিয়ে যেতে পারে। মাদক ও জঙ্গিবাদ যেন যুবসমাজকে বিপথগামী না করে সেদিকে নজর দেওয়া প্রয়োজন। এসময় চরমিরকামারী শাখা ব্যবস্থাপক সৈয়দ আলী সাদ্দাক, টিটিয়া শাখা ব্যবস্থাপক সেলিম রেজা, সমৃদ্ধি সমন্বয়কারী জাহাঙ্গীর আলম, আল-মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও যুবক-যুবতীরা উপস্থিত ছিলেন। পরে দেওয়াল পত্রিকা যুবকণ্ঠ’র মোড়ক উন্মোচন ও গাছের চারা বিতরণ করা হয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments