× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ইতিহাসের সামনে নেইমার

ফুটবল বিশ্ব আজ বৃহস্পতিবার একই দিনে মাঠে দেখবে দুই মহাতারকাকে। কাতার বিশ্বকাপে আজকের ম্যাচে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগালের প্রতিপক্ষ ঘানা এবং নেইমার জুনিয়রের ব্রাজিলের প্রতিপক্ষ সার্বিয়া। দুই তারকাই অবস্থান করছেন মাইলফলকের সামনে। পর্তুগিজ যুবরাজ রোনালদো যদি আজ ঘানার বিপক্ষে জালের দেখা পান, তাহলে প্রথম পুরুষ ফুটবলার হিসেসে ৫টি ভিন্ন বিশ্বকাপে গোল করার কৃতিত্ব অর্জন করবেন। রোনালদোর ভক্তরা আজ খুব করে চাইবেন যেন এই রেকর্ড স্পর্শ করতে পারেন সাবেক ম্যানইউ ফরোয়ার্ড। এর আগে ৫টি নারী বিশ্বকাপে গোল করেছেন ব্রাজিলের মার্তা। অন্যদিকে ব্রাজিলের সবচেয়ে বড় তারকা নেইমার আজ মাঠে নামবেন দলের হেক্সা (ষষ্ঠ শিরোপা) জয়ের মিশনে, যার জন্য গত ২০ বছর ধরে অপেক্ষায় আছেন তিতের শিষ্যরা। সার্বিয়ার বিপক্ষে তারা মাঠে নামবে আজ বাংলাদেশ সময় রাত ১টায়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments