× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে বিদায় সংবর্ধনা

ঈশ্বরদী (পাবনা) থেকে: ঈশ্বরদীর পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজ প্রাঙ্গণে শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। কলেজের অধ্যক্ষ মোস্তফা ইমরুল কায়েস পারভেজের সভাপতিত্বে ও প্রভাষক রফিকুল ইসলামের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও পশ্চিমাঞ্চল রেলওয়ে পাকশী বিভাগীয় ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ। বিশেষ অতিথি, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী- ২ বীরবল মণ্ডল ও কলেজের উপাধাক্ষ সাইয়েদ কামরুল হাসান। অন্যদের মধ্যে বক্তব্য দেন, পাকশী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাবিবুল ইসলাম হবিবুল, সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু মণ্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক শওকত ওসমান, পাকশী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি মাসুদুর রহমান বিশ্বাস ও পাকশী ইউনিয়ন যুবলীগ সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ। এর আগে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন, পাকশী রেলওয়ে ডিগ্রী কলেজের মানবিক বিভাগের একাদশ শ্রেনীর শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস ও শিশির খান। পরে স্থানীয় শিল্পী এবং কলেজ শিক্ষক শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments