সড়ক দুর্ঘটনায় যেভাবে মারা যায় যুবক নান্টু
আজ ৯ নভেম্বর’২২ সকালে দাশুড়িয়া-লালন শাহ সেতু সংলগ্ন দিয়ার বাঘইল রাইচ মিলের সামনে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নান্টু বিশ্বাস(৩৫) নামে একজন নিহত হয়েছে।
সে ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বিশ্বাসপাড়া গ্রামের মজিদ বিশ্বাসের ছেলে। জানা গেছে, সে ঈশ্বরদী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের রোসেম কোম্পানির শ্রমিক।
প্রত্যাক্ষদর্শী সূত্রে জানা গেছে, নিহত নান্টু বিশ্বাস সকাল ৭ টার দিকে তার কর্মস্থলে যাওয়ার পথে উল্লেখিত স্থানে পৌঁছালে বালু বোঝাই ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এব্যাপারে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আশীষ কুমার স্যানাল জানান, খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহটি উদ্ধার করে এবং নিহত নান্টু বিশ্বাসের মৃতদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।
No comments