× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়াতে বণার্ঢ্য সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান

ঈশ্বরদীর দাশুড়িয়াতে বণার্ঢ্য সংবর্ধনা ও জমকালো সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার দাশুড়িয়া এম এম উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে পাবনা জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পরিষদের ৯ নং ওয়ার্ডের সদস্য তৌফিকুজ্জামান রতন ও সংরক্ষিত মহিলা সদস্য মোছাঃ আইরিন কিবরিয়া কেকাকে সংবর্ধনা দেওয়া হয়। দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বকুল সরদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ অরবিন্দ সরকার, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন, দাশুড়িয়া ডিগ্রী (অনার্স) কলেজের অধ্যক্ষ শহীদুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে পাবনা-৪ আসনের সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে। তখন স্বাধীনতা বিরোধীরা মাথাচারা দিয়ে উঠছে। তাদের থেকে সকলকে সতর্ক থাকতে হবে। বীরমুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আমাকে যে দায়িত্ব দিয়েছেন সকলকে সাথে নিয়ে তা সততার সাথে পালন করতে চাই। এসময় তিনি দাশুড়িয়াতে শেখ রাসেল স্মৃতি মঞ্চের উন্নয়ন কাজে জেলা পরিষদের সহযোগীতার আশ্বাস দেন। অনুষ্ঠানে দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য আনোয়ারুল ইসলাম ডাবলু, ফিরোজ হোসেন বাকি, ইমদাদুল হক, জুয়েল রানাসহ অন্যান্য পুরুষ ও মহিলা সদস্য আওয়ামীলীগ,যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, বঙ্গবন্ধু সৈনিক স্পোর্টিক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংষ্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন পরিষদের সচিব মোঃ আজহারুল ইসলাম শিমুল।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments