× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



গোল্ডেন বুট ও গোল্ডেন বলের দৌড়ে অগ্রগামী লিওনেল মেসি

কাতার বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষ আছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। সমান সংখ্যক (৫টি) গোল করে মেসির পাশে রয়েছেন ফরাসী স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে। এছাড়াও ৪টি করে গোল করেছেন জুলিয়ান আলভারেজ ও অলিভার জিরুদ। মেসি ও এমবাপ্পে সমান সংখ্যক গোল করলেও মেসির ‘এসিস্ট’ রয়েছে তিনটি, যা বিশ্বকাপে সর্বোচ্চ। তাই নিঃসন্দেহে বলা যাচ্ছে, এবারের আসরের ‘গোল্ডেন বল’ খেতাবটি উঠছে লিটল ম্যাজিশিয়ান লিওনেল মেসির হাতেই।  কাতার বিশ্বকাপে লিওনেল মেসি মাঠে নামা মানেই যেন রেকর্ড বইয়ে ওলটপালট। সেই ধারাবাহিকতায় আরেকটি রেকর্ডে নাম লেখালেন আর্জেন্টিনা অধিনায়ক। বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি অ্যাসিস্ট এর রেকর্ডে কিংবদন্তি দিয়েগো মারাদোনার পাশে বসলেন মেসি। লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ধরা দিল এই অর্জন। দ্বিতীয়ার্ধে অসাধারণ নৈপুণ্যে ডান দিক থেকে বল পায়ে এগিয়ে গেলেন মেসি, সঙ্গে পুরোটা সময় লেগে রইলেন ইয়োস্কো গাভারদিওল, অনেকের মতে যিনি আসরের সেরা ডিফেন্ডার। বক্সে ঢোকার মুখে মেসি থামলেন, করণীয় ঠিক করলেন, ঘুরলেন, এক ঝটকায় একটু এগিয়ে বাইলাইন থেকে বল বাড়ালেন ছয় গজ বক্সে। বাকিটা অনায়াসে প্লেসিং শটে সারলেন হুলিয়ান আলভারেস। স্কোরলাইন হয়ে গেল ৩-০। মেসির নাম উঠল রেকর্ড বইয়ের নতুন পাতায়।  খেলাধুলার পরিসংখ্যান নিয়ে কাজ করা অপটা ১৯৬৬ বিশ্বকাপ থেকে রেকর্ড রাখার পর থেকে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি ৮ গোলে সহায়তার রেকর্ড ছিল এতদিন মারাদোনার। আর্জেন্টিনার ১৯৮৬ বিশ্বকাপ জয়ের নায়ককে ছুঁয়ে ফেললেন মেসি। এই ম্যাচের ৩৪তম মিনিটে মেসির গোলেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ১৯৬৬ আসর থেকে প্রথম খেলোয়াড় হিসেবে বিশ্বকাপের এক আসরে ভিন্ন তিন ম্যাচে গোল ও অ্যাসিস্ট করলেন তিনি। প্রথম খেলোয়াড় হিসেবে ভিন্ন পাঁচ আসরে অ্যাসিস্ট এর কীর্তি তিনি গড়েন আগেই।  বিশ্বকাপে লোথার মাথেউসের সবচেয়ে বেশি ২৫ ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ, গাব্রিয়েল বাতিস্তুতাকে (১০) ছাড়িয়ে আর্জেন্টিনার জার্সিতে বিশ্ব মঞ্চে সবচেয়ে বেশি (১১) গোলের রেকর্ড, এসব অর্জনও ক্রোয়েশিয়ার বিপক্ষেই ধরা দেয় মেসির । এছাড়াও বিশ্বকাপে আর্জেন্টিনার জার্সিতে সবচেয়ে বেশি গোলের রেকর্ড এখন এককভাবে সাতবারের ব্যালন ডি’অর জয়ী তারকার। লুসাইল স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রথম সেমি-ফাইনালে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্পট-কিকে রেকর্ড গোলটি করেন মেসি।  ১৯৯৪ থেকে ২০০২- তিন বিশ্বকাপে ১২ ম্যাচ খেলে ১০ গোল করেছিলেন বাতিস্তুতা। কোয়ার্টার-ফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে একটি গোল করে তার পাশে বসেন মেসি। পরে উত্তরসূরিকে অভিনন্দন জানিয়ে বাতিস্তুতা বলেছিলেন, তিনি চান সেমি-ফাইনালেই তাকে ছাড়িয়ে যাক মেসি। তার সেই চাওয়া পূর্ণ করলেন আর্জেন্টিনা অধিনায়ক। চলতি আসরে ৬ ম্যাচে মেসির গোল হলো ৫টি। আসরের সর্বোচ্চ গোলদাতার তালিকায় কিলিয়ান এমবাপের সঙ্গে যৌথভাবে শীর্ষে এখন ৩৫ বছর বয়সী ফরোয়ার্ড। এই নিয়ে পঞ্চম বিশ্বকাপে খেলা মেসির ১১ গোল হলো ২৫ ম্যাচ খেলে। এ দিন বিশ্বকাপে জার্মান গ্রেট লোথার মাথেউসের সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করেন তিনি।  এছাড়াও বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টিনা অধিনায়ক। জার্মান গ্রেট লোথার মাথেউসের পাশে বসলেন ৩৫ বছর বয়সী মেসি। বিশ্ব মঞ্চে ২৫ ম্যাচ খেলে দুই যুগ ধরে রেকর্ডটি ছিল শুধু মাথেউসের। সাবেক এই মিডফিল্ডার ম্যাচগুলি খেলেন পাঁচটি বিশ্বকাপে- ১৯৮২ (২), ১৯৮৬ (৭), ১৯৯০ (৭), ১৯৯৪ (৫), ১৯৯৮ (৪)। গোল করেন তিনি ৬টি। মেসিও খেলছেন এই নিয়ে পঞ্চম আসরে। ২০০৬ আসরে ৩টি, ২০১০ সালে ৫টি, ২০১৪ সালে ৭টি, ২০১৮ সালে ৪টি ও কাতারে এখনও পর্যন্ত ছয়টি ম্যাচ খেলছেন তিনি।  ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচের আগে বিশ্ব মঞ্চে ১০ গোল করে গাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গে যৌথভাবে আর্জেন্টিনার সর্বোচ্চ গোল স্কোরার তিনি। চার আসরে ২৪ ম্যাচ খেলে তালিকায় দুইয়ে আছেন সাবেক জার্মান ফরোয়ার্ড মিরোস্লাভ ক্লোসা। তার মতো ঠিক চার আসরে ২৩ ম্যাচ খেলে তিন নম্বরে ইতালিয়ান গ্রেট পাওলো মালদিনি।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments