শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণােমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
ঈশ্বরদীর সলিমপুর ইউনিয়নের মিরকামারীতে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্ণােমেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার ১৭ ডিসেম্বর মিরকামারী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় ট্রাইবেকারে ৬-৫ গোলে গুরুদাসপুরের ভোরের ডাক ফুটবল একাডেমিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় ভেড়ামারা জুভেন্টাস ফুটবল একাডেমি। পরে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে পুরষ্কার তুলে দেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। অনুষ্ঠানে পাবনা-৪ আসনের সাবেক জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মঞ্জুর রহমান বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুজ্জামান পিনটু, প্রেসক্লাবের সহ সাধারণ সম্পাদক শফিউল আলম বিশ্বাস উপস্থিত ছিলেন। সলিমপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে খেলায় সভাপতিত্ব করেন সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঃ মজিদ বাবলু মালিথা। এসময় ইউপি সদস্যসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। তার আগে খেলার উদ্বোধন করেন অনুষ্ঠানে বিশেষ অতিথি উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments