× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বর্ণাঢ্য আয়োজনে ‘আর আর পি ফুট ওয়্যার এ্যান্ড লেদার গুডস’ কারখানার উদ্বোধন

বর্ণাঢ্য আয়োজনে ঈশ্বরদীতে স্থাপিত দেশের অন্যতম বৃহৎ ফুটওয়্যার শিল্প কারখানার উদ্বোধন করা হয়েছে। রবিবার (১৫ জানুয়ারী) ‘আরআরপি ফুটওয়্যার এন্ড লেদার গুডস লি: এর শতভাগ রপ্তানীমূখি এই শিল্প কারখানার উদ্বোধন করেন পাবনা-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরুজ্জামান বিশ্বাস। এতে সভাপতিত্ব করেন আর আর পি এগ্রো ফার্মস-এর চেয়ারম্যান মো. মনিরুল আলম। স্বাগত বক্তব্য দেন প্রতিষ্ঠানের পরিচালক আজমল হোসেন। বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান নায়েব আলী বিশ্বাস, পৌরসভার মেয়র ইছাহক আলি মালিথা, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান ও কোরিয়ান অতিথি মিষ্টার লি। এ সময় আর আর পি ফার্মসের ব্যবস্থাপনা অংশীদার মো. মুনসুর আলম, পরিচালক গোলাম আজম, পরিচালক রফিকুল আলম, পরিচালক মামুনুর রশিদসহ কর্মকর্তা-কর্মচারী, উর্দ্ধতন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতা, ব্যবসায়ী ও বিদেশী অতিথিবর্গ এসময় উপস্থিত ছিলেন। আর আর পি ফার্মস সুত্রে জানা যায়, উপজেলার মুলাডুলি ইউনিয়নের দুুবলাচড়াতে অবস্থিত প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে এক কিলোমিটার দুরে আর আর পি ফুট ওয়্যার এ্যান্ড লেদার গুডস লিমিটেডের কারখানা স্থাপন করা হয়েছে। ১০৪ কোটি টাকা ব্যয়ে ১০ একর জমির উপর কারখানাটি নির্মাণ করা হয়েছে। কারখানায় জুতা-স্যান্ডেলের সাথে মানিব্যগ, বেল্ট, লেডিস পার্স ও ব্যাগ এবং চামড়াজাত-সিনথেটিক ক্যাটাগরির পণ্য উৎপাদিত হবে। জাপান, ভারত, ইউএসএ, কানাডাসহ ইউরোপের বিভিন্ন দেশে এই কারখানায় উৎপাদিত পণ্য রপ্তানী হবে। কারখানা নির্মাণের ফলে স্থানীয় জনগোষ্টির অনেক বেকারের কর্মসংস্থাপনের পাশাপাশি বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্জিত হবে। যা দেশীয় অর্থনীতিকে সমৃদ্ধ এবং রাজস্ব আয় বৃদ্ধিতে সহায়ক হবে বলে উদ্যোক্তরা জানিয়েছেন। পরিচালক আজমল হোসেন বলেন, ফুট ওয়্যার এ্যান্ড লেদার গুডস এর দেশে-বিদেশে ব্যাপক চাহিদা রয়েছে। পোশাকের পরেই এ পণ্যের অবস্থান। আর্থসামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে আমাদের এ প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে। তিনি বলেন, বিদেশি টপলাইন মেনে এবং আন্তর্জাতিক মান বজায় রেখে পণ্য উৎপাদন করা হবে। তিনি বলেন, ইউরোপ, আমেরিকা, কোরিয়া, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানির জন্য ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। আগামী দুই-তিন বছরের মধ্যে এই কারখানায় উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানি করতে পারবো বলে তিনি আশা প্রকাশ করেন। ৫ হাজার শ্রমিকের এই কারখানায় কর্মসংস্থান হবে বলে তিনি জানান।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments