× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



শিল্পায়নের পুরোধা আব্দুল মাতলুব আহমাদ

স্বাধীনতার পর বিকাশমান অর্থনীতিকে এগিয়ে নিতে যে সব প্রতিভাবান উদ্যোক্তা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম আব্দুল মাতলুব আহমাদ। তিনি কঠোর পরিশ্রমী, উচ্চাকাক্সক্ষী, সৎ, বিশ্বাসী আর শান্ত। তিনি স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন পূরণে ঝুঁকিও নিয়েছেন, সফল হয়ে পথ দেখিয়েছেন। প্রতিবেদন তৈরি করেছেন জ্যেষ্ঠ প্রতিবেদক আলতাফ হোসেন নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান এবং এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আব্দুল মাতলুব আহমাদ। স্বাধীনতার পর বিকাশমান অর্থনীতিকে এগিয়ে নিতে যে সব প্রতিভাবান উদ্যোক্তা সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তাদের মধ্যে অন্যতম আব্দুল মাতলুব আহমাদ। তিনি স্বপ্ন দেখেছেন এবং সেই স্বপ্ন পূরণে ঝুঁকিও নিয়েছেন, সফল হয়ে পথ দেখিয়েছেন। মাতলুব আহমাদ কঠোর পরিশ্রমী, উচ্চাকাক্সক্ষী, সৎ, বিশ্বাসী আর শান্ত। ট্রেডিং ব্যবসা দিয়ে যাত্রা শুরু করে পেরিয়ে এসেছেন গাড়ির ডিলারশিপ, ইমপোর্টার, ডিস্ট্রিবিউটর, এসেমব্লিং শিল্প বাণিজ্য। এখন পরিবহন খাতের শীর্ষ ব্যবসাসহ চিনি শিল্প, কাগজ শিল্প, হেলিকপ্টার সার্ভিস, রিসোর্ট, ইনস্যুরেন্স, শিট গ্লাস ফ্যাক্টরি, টায়ার উৎপাদন শিল্প, সর্ববৃহৎ অটোমোবাইল সার্ভিস সেন্টার, বীমা খাত, রিয়েল স্টেট, কৃত্রিম ফুল উৎপাদন শিল্পসহ এক সুবিশাল শিল্প সাম্রাজ্যের অধিপতি তিনি। সব মিলিয়ে তার প্রতিষ্ঠানের সংখ্যা ২৬টি। বার্ষিক কয়েক হাজার কোটি টাকার টার্নওভার, ৮ থেকে ১০ হাজার লোকের সরাসরি কর্মসংস্থান হয়েছে তার শিল্প বাণিজ্যে। মাতলুব আহমাদ হাসিখুশি ও ধৈর্যশীল মানুষ। বিপদে অস্থির হন না। চারপাশের মানুষ তাকে চেনে ‘প্রবলেম সলভার’ হিসেবে। শান্ত হয়ে, শান্তির পথে, আনন্দ নিয়ে পথ চলতেই তার স্বাচ্ছন্দ্য। স্বপ্ন দেখেন এক সুন্দর বাংলাদেশের। বাংলাদেশ অচিরেই মালয়েশিয়ার মতো উন্নত হবে, সেই স্বপ্ন দেখেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে অচিরেই আমরা সমৃদ্ধশালী দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে পারব। ১৯৮১ সালে নিটল মটরসের যাত্রা শুরু। সে সময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীর সংখ্যা ছিল স্বামী-স্ত্রী মিলে চারজন। আবদুল মাতলুব আহমাদ নিজে জাপান থেকে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি করতেন আর তার স্ত্রী সেলিমা আহমাদ সেগুলো বিক্রি করতেন। সেখান থেকে শুরু। আজ নিটল-নিলয় গ্রুপে রয়েছে কয়েক হাজার কমী। বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির এই ছাত্র ’৮০-এর দশকে গাড়ি বিক্রির ব্যবসা দিয়ে যাত্রা শুরু করেন। নানা চড়াই-উৎরাই পেরিয়ে তিনি দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী শিল্পগোষ্ঠী নিটল-নিলয় গ্রুপের কর্ণধার। তিনি বলেন, ব্যবসায় ঝুঁকি থাকবে এটাই স্বাভাবিক। সততার সঙ্গে কাজ করলে অবশ্যই সাফল্য পাওয়া যায়। ’৮০-এর দশকে টাটার সঙ্গে গাড়ি ব্যবসা শুরু করি। এরপর থেকে কীভাবে আরও উন্নতি করা যায় সেইদিকে মনোনিবেশ করেছি। যার কারণে আমি শত প্রতিবন্ধকতাকে জয় করে আজকের এই অবস্থানে আসতে পেরেছি। প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা আমার বড় শক্তি। তারাই এই বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করছে। সময়ের সঙ্গে সঙ্গে বদলে গেছে হালের তারুণ্যের আগ্রহের গতিপথও। অফিসের চার দেয়ালের মাঝে বন্দি কোনো চাকরি নয়; বহু তারুণ্যের মনোনিবেশ এখন নিজের পায়ে দাঁড়ানোর। চাকরি করা নয়, উদ্যোক্তা হয়ে কর্মসংস্থান সৃষ্টি করা এখন বহু যুবার স্বপ্ন। এজন্য দেশে ১ লাখ শিক্ষিত বেকার যুবক-যুবমহিলাকে চাকরির পরিবর্তে ব্যবসা করার সুযোগ করে দেওয়ার কর্মসূচি নিয়েছে নিটল-নিলয় গ্রুপ। মাতলুব আহমাদ বলেন, আর নয় চাকরি এবার হবে ব্যবসা। আর নয় হতাশা এবার হবে ব্যবসা। তিনি জানান, মাত্র ২ লাখ টাকা বিনিয়োগে তারা টাটার গাড়ি কিনতে পারবেন এবং কিস্তিতে পরিশোধ করার সুযোগ পাবে। সরকারের এস এমই ব্যবসা সম্প্রসারণের লক্ষে নিটল-নিলয় গ্রুপ গাড়ি বাজারজাত করণেরও যে উদ্যোগ নিয়েছে। তাতে ১ লাখ শিক্ষিত বেকারদের নতুন শিল্প উদ্যোক্তা তৈরি করা হবে। সততা, নিষ্ঠা, কঠোর পরিশ্রম, সুদূরপ্রসারী পরিকল্পনা থাকলে সফল হওয়া সম্ভব। জন্ম ১৫ মার্চ ১৯৫২ সালে ঢাকার ফকিরাপুলে মাতলুব আহমাদ জন্মগ্রহণ করেন। শৈশব কাটে পুরান ঢাকার মদনমোহন বসাক লেন, আরমানিটোলা এবং মোহাম্মদপুর এলাকায়। বাবা আবু মোহাম্মদ আবদুল্লাহ পেশায় ছিলেন হাইকোর্টের বিচারপতি। মা বেগম জাহানারা আব্দুল্লাহ ছিলেন গৃহিণী। ১৯৭১ সালে ৫৭ বছর বয়সে বাবার জীবনের গতিপথ বদলে দেয়। ১৪ ভাইবোনের মধ্যে মাতলুব আহমাদ ছিলেন ষষ্ঠ। সংসার চালাতে ভাইদের সঙ্গে শুরু করেন ট্রেডিং ব্যবসা। মাতলুব আহমেদের স্ত্রী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিমা আহমাদ এমপি। তাদের দুই সন্তান আব্দুল মুসাব্বির আহমাদ (নিটল) এবং আবদুল মারিব আহমাদ (নিলয়)। শিক্ষা ১৯৬৯ সালে পুরান ঢাকার সেন্ট গ্রেগরিজ স্কুল থেকে এসএসসি এবং ১৯৭১ সালে ঢাকার নটর ডেম কলেজ থেকে এইচএসসি পাস করেন। এরপর অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিষয়ে গ্র্যাজুয়েশন এবং সম্মানোত্তর ডিগ্রি শেষ করে ১৯৭৬ সালে দেশে ফেরেন। অক্সফোর্ড গ্র্যাজুয়েট হওয়াতে সহজ সুযোগ ছিল দেশি, বিদেশি কোম্পানির লোভনীয় নানান চাকরির। কিন্তু তিনি সব সুযোগ উপেক্ষা করে শুরু করেন ব্যবসা। কিশোরগঞ্জে অর্থনৈতিক অঞ্চল কিশোরগঞ্জে একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার অনুমতি পেয়েছে নিটল-নিলয় গ্রুপ। ভৈরব-কিশোরগঞ্জ মহাসড়কের পাশে পাকুন্দিয়া উপজেলায় ৯১.৬৩ একর জমিতে প্রতিষ্ঠিত হতে যাওয়া এ অর্থনৈতিক অঞ্চলটির নাম হবে কিশোরগঞ্জ ইকোনমিক জোন (কেইজেড)। আবদুল মাতলুব আহমাদ বলেন, এ অর্থনৈতিক অঞ্চলে ১০০ থেকে ১২৫টি মাঝারি কারখানা করার জন্য জমি দিতে পারব। ইতোমধ্যে অনেকে সেখানে বিনিয়োগের আগ্রহ দেখিয়েছে। বিশেষ করে কিছু জাপানি প্রতিষ্ঠানের আগ্রহ আছে। আমরা সেখানে জমির ইজারা মূল্যও অন্যান্য বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের চেয়ে কম রাখব। জোনটি সম্পূর্ণরূপে বাণিজ্যিক উৎপাদন শুরু করলে ৫ বছরের মধ্যে প্রায় ৫ হাজার লোকের প্রত্যক্ষ এবং ২০ হাজার লোকের পরোক্ষ কর্মসংস্থান হবে বলে। সরকার ২০৩০ সাল নাগাদ দেশে ১০০টি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার লক্ষ্য ঠিক করেছে। কিশোরগঞ্জ ইজেডের ব্যবস্থাপনা পরিচালক আবদুল মুসাব্বির আহমাদ বলেন, এ ইপিজেডে যারা নতুন প্রযুক্তি নিয়ে আসবে তাদের ভাড়া দেওয়া হবে। ইতিমধ্যে এ জোনের অর্ধেক জমি ভাড়া দেওয়া হয়েছে। বাকি জমি ভাড়ার বিষয়ে আলোচনা চলছে। তাদের কোম্পানি মোটরসাইকেল উৎপাদন করছে। কর্মসংস্থান সৃষ্টি বছরে অন্তত ৫শ’ থেকে ৭শ’ নতুন লোকবল নিয়োগ দেওয়া হয় নিটল নিলয় গ্রুপে। এর মধ্যে তরুণদের মেধা ও ইনোভেশনকে কাজে লাগাতে এন্ট্রি লেভেলে বেশিরভাগই ফ্রেশ গ্র্যাজুয়েটদের নিয়োগ দেওয়া হয়। ফ্রেশারদের নিয়োগে মোটাদাগে তাদের অ্যাকাডেমিক ডিগ্রি-রেজাল্ট, প্রেজেন্টেশন স্কিল, বিশ্লেষণ ক্ষমতা, ব্যক্তিত্ব, মানসিক দক্ষতা-বিশেষ করে সমাজের সব শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মেশার ক্ষমতা আছে কি-না তা দেখা হয়। এছাড়া কমিউনিকেশন স্কিল, কনভিন্সিং পাওয়ার, কাজের প্রতি আগ্রহ কিংবা পরিশ্রম করার মানসিকতা আছে কি-না তা খতিয়ে দেখা হয়। সবচেয়ে বেশি লোকবল নিয়োগ দেওয়া হয় অপারেশন ডিভিশনে। এখানে সেলস এবং ক্রেডিট রিকোভারিতে এ নিয়োগ দেওয়া হয়। এছাড়া অ্যাকাউন্টস, মানবসম্পদ বিভাগ, পাবলিক রিলেশনস, অ্যাডমিনসহ বিভিন্ন বিভাগে জনবল নিয়োগ দেওয়া হয়। এছাড়া কোম্পানির প্রয়োজনে বছরের বিভিন্ন সময়ে ডেইলি বেসিসে লোকবল নিয়োগ দেওয়া হয়। পুরস্কার শিল্পায়ন ও কর্মসংস্থানের মাধ্যমে দেশের অর্থনীতিতে অসামান্য অবদান রাখার পাশাপাশি বাংলাদেশ-ভারত বাণিজ্য সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় আব্দুল মাতলুব আহমাদ মাদার তেরেসা আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত হন। কলকাতা বিশ্ববিদ্যালয় মিলনায়তনে এক জমকালো অনুষ্ঠানে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর বিচারপতি শ্যামল সেন তার হাতে এ পুরস্কার তুলে দেন। মাদার তেরেসার সম্মানে ২০০১ সাল থেকে এ পুরস্কার দেওয়া হয়। আব্দুল মাতলুব আহমাদ ১৭তম ব্যাক্তি হিসেবে এ পুরস্কারে ভূষিত হন। সিআইপি কার্ড বাংলাদেশের বেসরকারি খাতে শিল্প স্থাপন, পণ্য উৎপাদন, কর্মসংস্থান সৃষ্টি ও জাতীয় আয় বৃদ্ধিসহ দেশের অর্থনীতিতে অবদানের জন্য সিআইপি কার্ড পেয়েছেন আব্দুল মাতলুব আহমাদ ও এমপি সেলিমা আহমাদ। সিআইপিরা কার্ড পাওয়ার পর থেকে এক বছরের জন্য ব্যবসা সংক্রান্ত ভ্রমণের সময় বিমান, রেলপথ, সড়ক ও জলপথে সরকারি যানবাহনে আসন সংরক্ষণের অগ্রাধিকার পাবেন। সহজে ভিসা পাওয়ার জন্য তাদের অনুকূলে পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট দূতাবাসকে ‘লেটার অব ইন্ট্রোডাকশন’ দেবে। বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ-২ ব্যবহারের সুবিধা এবং সচিবালয়ে প্রবেশের পাস পাবেন তারা। সরকারি হাসপাতালে স্ত্রী, সন্তান ও নিজের চিকিৎসা সেবা গ্রহণে অগ্রাধিকার পাবেন। এছাড়া সরকার শিল্পবিষয়ক নীতিনির্ধারণী কোনো কমিটিতে সিআইপিদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করতে পারবে। যোগ্য সঙ্গী সেলিমা আহমাদ আব্দুল মাতলুব আহমাদের স্ত্রী নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারপারসন এবং বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা ও সভাপতি সেলিমা আহমাদ। সেলিমা আহমেদের বাবা এ কে এম ফজলুল হক এবং মা রহিমা হক। সেলিমা আহমাদের ছোটবেলা কাটে খুলনায়। খুলনার ফাতেমা হাইস্কুল থেকে ১৯৭৫ সালে এসএসসি পাস করেন তিনি। এরপর ঢাকার হলিক্রস কলেজ থেকে ১৯৭৭ সালে এইচএসসি পাস করেন। কলেজে ভর্তি হওয়ার পরপরই তার বিয়ে হয় মাতলুব আহমাদের সঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট বিভাগ থেকে বি.কম (সম্মান) এম.কম ডিগ্রি অর্জন করেন তিনি। তিনি বর্তমানে রাষ্ট্রয়াত্ত ব্যাংক জনতা ব্যাংক লিমিটেডের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি সোনালী ব্যাংক লিমিটেডের পরিচালকের দায়িত্ব পালন করেছেন। ২০১৪ সালে ব্যবসায় অনন্য অবদানের জন্য তিনি অসলো বিজনেস ফর পিস পুরস্কার লাভ করেন। তিনি ইন্টারন্যাশনাল অ্যালায়েন্স ফর উইমেনের বৈশ্বিক দূত এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের শিক্ষক। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসন থেকে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হন। তিনি ২০১৪ সালে অসলো বিজনেস ফর পিস পুরস্কার, ২০১২ সালে প্রিয়দর্শিনী পুরস্কার, ২০০৯ বিজনেস এক্সপ্রেস পুরস্কার এছাড়া ২০০০, ২০০২, ২০০৩ সালে বেস্ট বিজনেস উইমেন পুরস্কার পান। দেশে গাড়ি তৈরির উদ্যোগ দেশে গাড়ি তৈরির উদ্যোগ নিয়েছে নিটল-নিলয় গ্রুপ। ভারতের বিখ্যাত মোটর গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টাটা মোটরসের সঙ্গে যৌথভাবে কারখানা স্থাপন করবে তারা। এ জন্য যৌথ মালিকানায় নিটা নামে একটি কোম্পানি গঠন করেছে। এ কোম্পানি কিশোরগঞ্জে ইতিমধ্যে মিনি ট্রাক তৈরির কারখানা স্থাপনের কাজ শুরু করেছে। নিটল-নিলয় গ্রুপের উদ্যোগে ৯১ একর জমিতে স্থাপিত কিশোরগঞ্জ অর্থনৈতিক অঞ্চলে এ কারখানা স্থাপনের প্রক্রিয়া চলছে। নিটল-নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও সংসদ সদস্য সেলিমা আহমাদ বলেন, দেশের ক্ষতি হবে এমন ব্যবসা তারা করবেন না। দূষণমুক্ত গাড়ি তৈরি করতে নতুন ইজেডে কারখানা স্থাপন করা হচ্ছে। নিটল-নিলয় গ্রুপের চেয়ারম্যান আবদুল মাতলুব আহমাদ বলেন, দেশের বাজার আর গাড়ি আমদানিনির্ভর থাকবে না। এখন দেশে তৈরি গাড়ি স্থানীয় বাজারের চাহিদা মিটিয়ে রফতানি করা হবে। পিকআপ তৈরির পাশাপাশি পরিবেশবান্ধব ব্যাটারিচালিত ব্যক্তিগত গাড়ি তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া কারখানায় গাড়ির যন্ত্রাংশ, বডিসহ সব কিছুই দেশে তৈরি করা হবে। বর্তমানে যৌথ মালিকানার কোম্পানি নিটার যশোরে একটি বাস ও ট্রাক সংযোজন কারখানা রয়েছে।

No comments