× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



উন্নয়নের জন্য দরকার, শেখ হাসিনা সরকার- আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি

পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নুরুজ্জামান বিশ্বাস এমপি বলেছেন, উন্নয়নের জন্য দরকার, শেখ হাসিনা সরকার। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন দেখে বিএনপির বুক ফেটে যায়। দেশের উন্নয়নের ধারাবাহিকতায় ঈশ্বরদী-আটঘড়িয়ার সর্বস্তরে উন্নয়নের ছোঁয়া লেগেছে। রাস্তা-ঘাট থেকে শুরু করে সরকারি-বেসরকারি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গায় দৃশ্যমান উন্নয়ন সাধিত হয়েছে। এ ধারা অব্যাহত রাখতে আগামীতে শেখ হাসিনাকে রাষ্ট্র ক্ষমতায় আনতে হবে। বুধবার ১লা ফেব্রয়ারি ঈশ্বরদীতে ৩ কোটি ৫০ লক্ষ টাকা ব্যয়ে ২টি উন্নয়ন প্রকল্পের কাজ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। উন্নয়ন প্রকল্পগুলো হলো ২ কোটি ৩০ লক্ষ টাকা ব্যয়ে দাশুড়িয়া জিসিএম (তেতুলতলা) হতে কদিমপাড়া সড়কে ১২৮৭ মি: চেইনেজে ১৮ মিঃ আরসিসি গার্ডার ব্রীজ নির্মাণ ও ১ কোটি ২০ টাকা ব্যয়ে একই সড়কের বক্তারপুরে কালভার্ট নির্মাণ। এ সময় ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আলহাজ্জ্ব নায়েব আলী বিশ্বাস, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা প্রকৌশলী মোঃ এনামুল কবির, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদারসহ ঠিকাদারের প্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।##
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments