দাশুড়িয়া বিডি ক্রিয়েশনের ফ্যাক্টরি উদ্বোধন
দেশের স্বনামধন্য হস্তশিল্পের প্রতিষ্ঠান বিডি ক্রিয়েশনের নতুন বর্ধিত ফ্যাক্টরি উদ্বোধন করা হয়েছে। শনিবার ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের মুনশীদপুর গ্রামে এই ফ্যাক্টরির উদ্বোধন করা হয়। এসময় বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান বেলাল হোসেন, সিও মোস্তফা আহমেদ পিয়াস, সিনিয়র ডেপুটি ডিরেক্টর মাকসুদুল হাসান, শিক্ষক মওলানা মাহবুব আলম, পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ দাশুড়িয়া জোনাল শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ কামাল হোসেন, দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আব্দুল কুদ্দুস, অবরসপ্রাপ্ত লে. জেনারেল মোঃ মাহফুজুর রহমান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য যে ৭০০ কর্মচারী নিয়ে প্রায় আড়াই বছর ধরে বিডি ক্রিয়েশন বেত, হোগলা, পাট, সনের তৈরী নানা ধরনের পন্য সাফল্যের সাথে দেশ ও বিদেশের প্রায় ৭৩ টি দেশে সরবরাহ করে আসছে। বিডি ক্রিয়েশনের হেড অফিস পুবাইল গাজীপুর অবস্থিত। এছাড়াও তাদের ফ্যাক্টরি রয়ে গেছে ভোলা, নরসিংদী, কাপাসিয়া,বেলাবো বগুড়া, দিনাজপুর, যশোর।
No comments