× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ইউপি চেয়ারম্যান ও মেম্বার সাময়িক বরখাস্ত

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. তোফাজ্জল হোসেন ও ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. হারুন-অর রশিদকে দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের জ্যেষ্ঠ সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে সোমবার (২৬ জুন) ওই সাময়িক বরখাস্তের আদেশ দেওয়া হয়। একইসঙ্গে সাময়িক বরখাস্ত হওয়া ওই ইউপি চেয়ারম্যান ও সদস্যকে কেন চূড়ান্তভাবে অপসারণ করা হবে না এর জবাব চেয়ে তাদের চিঠি দেওয়া হয়। আগামী ১০ কার্যদিবসের মধ্যে গাজীপুরের জেলা প্রশাসকের মাধ্যমে জবাব দিতে নির্দেশ দেওয়া হয় তাদের। ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ওই ইউপি চেয়ারম্যান ও ওয়ার্ডের সদস্যের বিরুদ্ধে স্থাবর সম্পত্তি হস্তান্তর করে এক পার্সেন্ট রাজস্ব ব্যয়ের মাধ্যমে একটি ওয়ার্ডেই সকল প্রকল্প গ্রহণ করা হয়েছে। কিন্তু প্রকল্প অনুযায়ী কোনো কার্যক্রম যথাযথভাবে করা হয়নি। প্রকল্প অনুযায়ী কাজ না করে টাকা আত্মসাৎ করা হয়েছে। ফলে সরকারের রাজস্ব ক্ষতি হয়েছে ৪৬ লাখ ৯০ হাজার টাকা।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments