গভীর রাতে যাত্রীবাহী বাসে তল্লাশি, ২ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১
পাবনার ঈশ্বরদীতে গভীর রাতে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ঈশ্বরদী সার্কেলের সদস্যরা।
রোববার দিবাগত রাতে উপজেলার মুলাডুলি বাজারে নাটোর-ঈশ্বরদী মহাসড়কে চলাচলকারী হানিফ পরিবহন নামের বাসে এ অভিযান পরিচালনা করা হয়। বাসটি ঢাকা থেকে কুষ্টিয়া যাচ্ছিল। আটক ওই ব্যক্তির নাম আরাফাত হোসেন (৩২)। সে চট্টগ্রামের হাটহাজারী থানার ফতেপুর পশ্চিমপাড়া গ্রামের মোঃ হারুনের ছেলে।
অধিদপ্তরসূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পাবনা ’খ’ অঞ্চলের (ঈশ্বরদী) সদস্যরা। অধিদপ্তরের ইনচার্জ ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুনের নেতৃত্বে রোববার গভীর রাতে মুলাডুলি বাজারের কাছে তল্লাশিচৌকি বসানো হয়। এসময় প্রাপ্ত তথ্যের ভিত্তিতে হানিফ পরিবহনে তল্লাশি করা হয়। তল্লাশির সময় বাসযাত্রী আরাফাতের কাছে রক্ষিত একটি ট্রাভেল ব্যাগে তল্লাশি করে ২ হাজারটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও আরাফাতকে আটক করা হয়। উদ্ধার মাদকের মূল্যে আনুমানিক ৬ লাখ টাকা।
ইন্সপেক্টর আব্দুল্লাহ আল মামুন বলেন, আসন্ন ঈদে মাদকের বিস্তাররোধে বিশেষ কর্মসূচি অংশ হিসেবে ঈশ্বরদীতে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে ওই অভিযান চালানো হয়। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদক আইনে ঈশ্বরদী থানায় মামলা দায়ের করা হয়েছে।
No comments