যেভাবে জব্দ করা হয় ১৯ কেজি গাঁজা
পাবনার ঈশ্বরদীতে ১৯ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (২৫ জুলাই) রাতে উপজেলার মুলাডুলি বাজারস্থ অটোরিকশা স্ট্যান্ড থেকে গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটকরা হলেন, কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার বগুলার কুটি এলাকার গোলাম মোস্তফার ছেলে মমিনুল ইসলাম (২২), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তারাপুর নিজামখা একাকার মৃত মুনতাজের ছেলে মাহতাব (৩৫) ও কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার সোনাইকাজী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে রফিকুল ইসলাম (৩৫)।
পাবনা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরান মাহমুদ তুহিন এ তথ্য নিশ্চিত করে জানান, দীর্ঘদিন ধরে পুলিশের চোখ ফাঁকি দিয়ে আটক আসামিরা মাদক বিক্রি করে আসছিলেন।
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরবিন্দ সরকার জানান, পাবনা জেলা গোয়েন্দা পুলিশ বাদী হয়ে ঈশ্বরদী থানায় একটি মামলা দায়ের করেছেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাটি দায়ের করা হয়েছে। বুধবার (২৬ জুলাই) আদালতের মাধ্যমে তাদের পাবনা জেলা কারাগারে পাঠানো হবে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments