গুপ্তধনের লোভ দেখিয়ে গৃহবধুকে ‘ধর্ষণ’
বরিশালে গুপ্তধন পাইয়ে দেওয়ার কথা বলে এক গৃহবধুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (১৮ জুলাই) সকালে বন্দর থানার পুলিশ অভিযুক্ত কবিরাজ হেলাল হাওলাদার ও তার সহযোগী জাফর মীরাকে গ্রেপ্তার করেছেন। এর আগেরদিন ওই নারী তাদের বিরুদ্ধে মামলা করেন।
অভিযুক্ত কবিরাজ হেলাল বরিশাল সদর উপজেলার বাসিন্দা। তার সহযোগী জাফর মীরা কলাপাড়া উপজেলার গঙ্গামতি এলাকার লাল মীরার ছেলে। তিনি বরিশাল নগরীর ৫ নম্বর ওয়ার্ডের বেলতলা এলাকায় ভাড়া বাসায় থাকেন।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল এসব তথ্য নিশ্চিত করেছেন।
এজহার সূত্রে তিনি বলেন, কবিরাজ হেলাল হাওলাদার কর্নকাঠি এলাকার আমিরুল ইসলামের বাগান বাড়ির কেয়ারটেকার হিসেবে চাকরি করেন। নিজেকে ফকির দাবি করে ঝাড়-ফুঁক দেন। তার সহযোগী জাফর ওই নারী ও তার স্বামীকে গুপ্তধন পাওয়ার লোভ দেখান। গুপ্তধন পেতে ওই নারীকে যোগ-আসনে বসার প্রস্তাব দেওয়া হয়।
ওই প্রস্তাবে সাড়া দিয়ে গত ১৫ জুলাই বিকালে জাফর ওই নারীকে একটি বাড়িতে নিয়ে যায়। গভীর রাতে তাকে আসনে বসিয়ে নানা তন্ত্র-মন্ত্র ঝাড় ফুকের নাম করে হেলাল ও জাফর ধর্ষণ করে। রবিবার ভোরে ওই নারীকে বাসায় পাঠিয়ে দেয়।
তিনি বলেন, এ ঘটনায় সোমবার রাতে ওই নারী বন্দর থানায় ধর্ষণ, বিশ্বাসভঙ্গ ও প্রতারণার অভিযোগে মামলা করেন। ওই মামলা ১০ ঘণ্টার মধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও বলেন, আসামিরা ওই নারীকে ধর্ষণের কথাও স্বীকার করেছেন। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পাশাপাশি ওই নারীর মেডিকেল পরীক্ষার জন্য শেরে-বাংলা-মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টোপ ক্রাইসিস সেন্টার পাঠানো হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments