মাদকসেবীর লক্ষ্যবস্তু অটোরিকশা
ঘাটাইলে পাঁচ মাসে খুন হয়েছেন ছয়জন। তাদের মধ্যে তিনজন অটোরিকশাচালক। তাদের খুন করে ছিনিয়ে নেওয়া হয় অটোরিকশা। অধিকাংশ হত্যার ধরন গলা কেটে। ছিনতাই ও খুনে জড়িতরা মাদকসেবী। সন্ধ্যার পর পৌর শহরের বাইরের রাস্তায় চলাচল করতে আতঙ্কে থাকেন চালকরা। তাদের দাবি, অটোরিকশার ব্যাটারির অনেক দাম। এ ধরনের যানবাহন ছিনতাইকারীদের লক্ষ্য। পুলিশের ভাষ্য, ছিনতাই রোধে জোরদার করা হয়েছে পুলিশি টহল।
গত ১৩ জুলাই রাতে জবাই করে হত্যা করা হয় ঘাটাইলের ছুনটিয়া গ্রামের অটোরিকশাচালক আলম মিয়াকে (৪৫)। এ ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বাড়ি ছুনটিয়া গ্রামে। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করে পুলিশকে জানায়, উদ্দেশ্য ছিল আলমকে হত্যা করে অটোরিকশাটি চুরি করা। এর আগেও আলমের একটি অটোরিকশা চুরি যায়। সেই অটোরিকশাটিও তারাই চুরি করে। প্রথম উদ্দেশ্য সফল হলেও দ্বিতীয় উদ্দেশ্য অর্থাৎ অটোরিকশাটি চুরি করতে পারেনি তারা। এ চক্রের ছয়জনই এখন হাজতে।
আলমের প্রাণটা অল্প সময়ের মধ্যে বের হয়ে গেলেও ইমান আলী (৩৮) প্রাণটা যেতে সময় লাগে প্রায় আড়াই ঘণ্টা। গত ৩ এপ্রিল রাত ১০টার দিকে অটোরিকশা নিয়ে বাড়ি ফিরছিলেন ইমান আলী। পোড়াবাড়ি-গারোবাজার সড়কের খাগড়াটা এলাকায় পৌঁছলে তাঁর অটোরিকশাটি ছিনিয়ে নেওয়ার চেষ্ট করে একটি চক্র। তাতে বাধা দেন ইমান আলী। ছিনতাইকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাঁর গলায় আঘাত করলে শ্বাসনালি কেটে যায়। আহত অবস্থায়ই অটোরিকশা চালিয়ে লোকালয়ে চলে আসেন তিনি। পরে স্থানীয়রা তাঁকে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তদন্ত চলছে।
বলরামপুর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মো. জাহিদ (১২)। তার বাবা সুজন তালুকদার অটোভ্যানচালক। লেখাপড়ার পাশাপাশি বাড়তি আয়ের আশায় মাঝেমধ্যেই বাবার ভ্যানটি নিয়ে বের হতো জাহিদ। গত ১ মার্চ সন্ধ্যায় ভ্যান নিয়ে বের হয়ে বাড়ি ফেরে লাশ হয়ে। জাহিদকে গলা কেটে হত্যা করা হয়। রাত ৯টার দিকে তার লাশের সন্ধান মেলে ভূঞাপুর-গোপালপুর সড়কের পাশে ঘাটাইল উপজেলার পাঁচটিকড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে। তার ভ্যানটি নিয়ে গিছে দুর্বৃত্তরা। মামলাটির তদন্ত করছে পিবিআই।
গত বছরের ২৮ জানুয়ারি রসুলপুর ইউনিয়নের সরাবাড়ি এলাকার কলাবাগান থেকে মারুফ হোসেন (১৪) নামে এক মাদ্রাসাছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ। বড় ভাইয়ের অটোরিকশা নিয়ে আগের দিন দুপুরে বের হয় সে। তাঁকে শ্বাসরোধে হত্যা করে অটোরিকশা ছিনিয়ে নিয়ে যায় একটি চক্র। পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডে জড়িত সবাইকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অটোরিকশাচালকদের ভাষ্য, রাতের বেলা পৌর শহরের বাইরের সড়কগুলোতেই ঘটছে নানা অঘটন। অস্ত্রের মুখে কখনও ছিনিয়ে নেওয়া হয় টাকা-পয়সা, কখনও অটোরিকশা, আবার কখনও প্রাণটাও। অটোরিকশাচালক জুয়েল মিয়া বলেন, সন্ধ্যার পর পাহাড়ি রাস্তায় কখনও যাত্রী নিয়ে যান না তিনি। এই সড়কগুলোতেই ছিনতাই বেশি হয়।
হারুন মিয়া নামে আরেক অটোরিকশাচালক জানান, অটোরিকশার ব্যাটারির অনেক দাম। তাই এ যানবাহনের প্রতি আগ্রহ বেশি ছিনতাইকারীদের।
কেবল ছিনতাই নয়, মুক্তিপণের জন্য অপহরণ, জমি নিয়ে বিরোধেও খুনের মতো ঘটনা ঘটেছে ঘাটাইলে। গত ২৩ জুন গারোবাজার এলাকার মুরাইদ চাকপাড়া গ্রামে তিন বছরের তুলিকে হত্যা করে তার মামা সুমন মিয়া (২২)। ভাগনিকে অপহরণ করে সুমন তার বোনজামাই সোহেল মিয়ার কাছে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। না পেয়ে হত্যা করে তুলিকে। সুমন এখন জেলহাজতে।
হাত-পা বাঁধা। মুখ ও গলায় পেঁচানো বিছানার চাদর। মেঝেতে পড়েছিল সুলতান হোসেনের (৪০) লাশ। গত ২৬ মে ভোরে লাশটি উদ্ধার করে পুলিশ। সুলতানের বাড়ি উপজেলার জামুরিয়া ইউনিয়নের গালা গ্রামে। পুলিশ জানায়, শ্বাসরোধে হত্যা করা হয় তাঁকে। এই মামলার তদন্ত চলছে।
জমির বিরোধে গত ৮ মার্চ উত্তর ধলাপাড়া গ্রামের ব্যবসায়ী কহিনূর মিয়াকে (৪৫) পিটিয়ে হত্যা করা হয়। তখন পুলিশ মামলা না নেওয়ায় কহিনূরের লাশ রাস্তায় রেখে তাঁর ছেলে জুয়েল রানাকে সঙ্গে নিয়ে ঘাটাইল-সাগরদিঘী সড়ক অবরোধ করেন এলাকাবাসী। পরে মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তার করে পুলিশ।
এসব বিষয়ে কথা হয় সার্ক মানবাধিকার ফাউন্ডেশনের ঘাটাইল উপজেলার সভাপতি আব্দুল লতিফের সঙ্গে। তিনি বলেন, ‘অটোরিকশা ছিনতাইয়ে জড়িতদের অকিাংশই মাদকাসক্ত। একটা সময় চুরির সঙ্গে জড়িত ছিল তারা। ওই কাজে বেশি টাকা পাওয়া যায় না বলে অটোরিকশা ছিনতাইয়ের পথ বেছে নিয়েছে।’
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক মশিউর রহমানের ভাষ্য, সমাজে অনেক সময় নতুন নতুন গ্যাং তৈরি হয়। বিশেষ করে মাদকাসক্ত এবং বিপথে যাওয়া কিছু মানুষ একত্র হয়ে হঠাৎ করেই টাকা রোজগারের নতুন পথ খুঁজে বের করে। মাদক যদি নির্মূল করা যায় তবে এ ধরনের অপরাধ কমে যাবে।
ঘাটাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ লোকমান হোসেন জানান, আঞ্চলিক সড়কগুলোতে রাতের বেলা পুলিশি টহল জোরদার করা হয়েছে।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments