× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



মৎস্য সপ্তাহ উপলক্ষে ঈশ্বরদীতে মৎস্য চাষীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মৎস্য চাষীদের সঙ্গে পাবনার ঈশ্বরদীতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘‘নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য নিয়ে মৎস্য সম্পদের সুরক্ষা ও সমৃদ্ধি অর্জনে মৎস্য অধিদপ্তর কর্তৃক গৃহীত কার্যক্রম বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় । আজ সোমবার সকাল সাড়ে ১১ টায় ঈশ্বরদী উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৩ উদযাপন উপলক্ষে মৎস্যাচাষীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভায় উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্ত আঃ রহমান খানের সভাপতিত্বে ও খামার ব্যবস্থাপক রেজাউল করিমের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস, বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) টিএম রাহসিন কবির। বক্তব্য দেন ঈশ্বরদী প্রেসক্লাবের সহ সভাপতি খোন্দকার মাহাবুবুল হক দুদু, উন্নয়ন সংস্থা জাগরণী চক্রের ব্যবস্থাপক মিজানুর রহমান প্রমুখ। উপজেলা মৎস্য অফিস সূত্রে জানা যায়, ঈশ্বরদী উপজেলায় ছোট বড় ২ হাজার ৪৭৬ টি জলাশয় রয়েছে। এসব জলশয়ে বছরে ৬ হাজার ২১৬ মেট্রিকটন মাছ উৎপাদন হয়। যা লক্ষ্যমাত্রার তুলনায় ২৬৬ মেট্রিক টন বেশি। সভায় আরো জানানো হয় জেলার অনন্য উপজেলার তুলনায় ঈশ্বরদীতে বাণজ্যিক চাষের হার বেশি। এখানে মৎস্য চাষি রয়েছে ১ হাজার ৫২২ ও মৎস্যজীবী রয়েছে ১ হাজার ৬৯৩ জন। বাৎসরিক উৎপাদনের তুলনায় এখানে ২৬৬ মেট্রিক টন মাছ উদ্বিৃত্ত হচ্ছে।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)
Advertisement (school)

No comments