ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব থেকে সাময়িক বহিষ্কার
কক্সবাজারের চকরিয়া উপজেলার ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম জাহাঙ্গীর আলমকে সাময়িকভাবে বহিস্কার করা হয়েছে।
মঙ্গলবার (১৮ জুলাই) স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই নির্দেশনা প্রদান করা হয়।
চকরিয়া উপজেলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জেপি দেওয়ান এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম জাহাঙ্গীর আলমকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। সংশ্লিষ্ট মন্ত্রণালয় থেকে এই ধরনের একটি প্রজ্ঞাপন পেয়েছেন বলেও জানান তিনি।
আরো খবর
ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম জাহাঙ্গীর আলম কর্তৃক সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থ পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ আইন-২০০৯ এর ৩৪(১) ধারার সংঘটিত করায় উল্লেখিত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম জাহাঙ্গীর আলমকে স্বীয় পদ থেকে বহিস্কার করা হলো।
এছাড়াও গত ২৬ এপ্রিল ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম কর্তৃপক্ষের অনুমতি ছাড়া সৌদি আরব চলে যান।
আরো খবর
এ বিষয়ে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেসমীন প্রধান কক্সবাজারের জেলা প্রশাসকের (ডিসি) মাধ্যমে কারণ দর্শানোর নোটিশও দিয়েছিলেন।
জানা যায়, ভেওলা মানিকচর (বিএমচর) ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস. এম জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫(১) ধারার অপরাধ আমলে নেয় এবং ২০২২ সালের ১লা মে (জি.আর নং ২০৫/২২) এর ২০২৩ সালের ৩০ এপ্রিলে আদেশে ৩৪২/৩২৩/৫০৬ ধারার অভিযোগপত্র আমলে নেয় চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক।
ওসব মামলার অভিযোগপত্র গঠন করা হয়। যার প্রেক্ষিতে কক্সবাজারের জেলা প্রশাসক (ডিসি) ওই ইউনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সুপারিশ করেন।
এই সুপারিশের প্রেক্ষিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সিনিয়ন সহকারি সচিব জেসমীন প্রধান।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
Advertisement (school)
No comments