× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জামায়াত-বিএনপি দেশকে এখনও মেনে নিতে পারেনি-নুরুজ্জামান বিশ্বাস এমপি।

২১ আগস্টে গ্রেনেড হামলার প্রতিবাদে ও মামলার রায় কার্যকরের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগ। সোমবার বিকেলে মিছিলটি শহরের পোষ্ট অফিস মোড় এলাকা থেকে শুরু হয়ে ষ্টেশন রোড বাজারের ১ নম্বর গেটে সংক্ষিপ্ত পথসভার মাধ্যেমে শেষ হয়। এতে প্রধান অতিথির বক্তব্য দেন পাবনা-৪ আসনের সংসদ বীর মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস এমপি। তিনি বলেন, 'জামায়াত দেশকে চায়নি আর বিএনপি এখনও দেশকে মেনে নিতে পারেনি। দিনের পর দিন এদেশে গণতন্ত্রের নামে হ্যাঁ-না ভোটের প্রহসন চালিয়েছে জিয়াউর রহমান। এখন দেখি খালেদা জিয়া ও তার পুত্র তারেক জিয়ার জন্য অনেকে কাঁদেন। তারা বলেন- আমাদের নেতার প্রতি অন্যায় করা হয়েছে। আমি বলি, এদেশে তারেক জিয়া ও খালেদা জিয়ার বিচার এ বাংলার মাটিতেই করা করা হবে।' তিনি আরও বলেন, 'শেখ হাসিনা তো সেই নেত্রী, যিনি সামাজিক সুরক্ষা বলয়ে সাধারণ মানুষকে সম্পৃক্ত করেছেন। দেশের মানুষকে আজ মুক্তিযোদ্ধা ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, শিশুদের শিক্ষা ভাতা দিচ্ছেন। শুধু তাই নয়, কয়েকদিন আগে শুরু করেছেন সার্বজনীন পেনশন সুবিধা। বৃদ্ধ বয়সে এ টাকা দিয়ে তাদের সংসার চলবে, সেই চিন্তাও শেখ হাসিনা করেছেন। তাই তার চেয়ে মানব দরদী এ মুহূর্তে বাংলাদেশে কেউ আছে বলে আমি মনে করি না।' এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস। সভায় আরও বক্তব্য দেন- উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু। দলটির এই সাধারণ সম্পাদক বলেন, ‘জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে, আওয়ামী লীগকে নেতৃত্বশূন্য করার উদ্দেশ্যে এ গ্রেনেড হামলা পরিচালনা করা হয়েছিল। ঘটনার পূর্বাপর বিশ্লেষণে দিবালোকের মতো স্পষ্ট যে, তখনকার সরকারের প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতায় বিএনপি জঙ্গিগোষ্ঠীকে সঙ্গে নিয়ে এ ঘটনা ঘটানো হয়েছে।’

No comments