× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনার তাঁত ব্যবসায়ী ইলিয়াস হত্যা: প্রধান আসামি বাবলু গ্রেপ্তার

পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের ধোপাঘাটা গ্রামে তাঁত ব্যবসায়ী ইলিয়াস হত্যার প্রধান আসামি বাবলু ব্যাপারীকে (৪২) গ্রেপ্তার করেছে র‍্যাব। গ্রেপ্তারকৃত বাবলু সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের জালালপুর নতুনপাড়া গ্রামের মৃত মুছা ব্যাপারীর ছেলে। বৃহস্পতিবার (১০ আগস্ট) সকাল সাড়ে ১০টায় পাবনার র‍্যাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‍্যাব-১২ পাবনার কম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার তৌহিদুল মবিন খান। তিনি জানান, গত ৩১ জুলাই ধোপাঘাটা গ্রামের ক্ষেতের পাশ থেকে ইলিয়াস হোসেনের মরদেহ পাওয়া যায়। ইলিয়াসের মাথা ও ঘাড়ে ধারাল অস্ত্র দিয়ে কুপিয়ে তার শরীর ক্ষতবিক্ষত করা হয় এবং তার দুই পা হাঁটু থেকে বিচ্ছিন্ন করার মাধ্যমে মৃত্যু নিশ্চিত করা হয়। এ ঘটনায় পহেলা আগস্ট সদর থানায় একটি মামলা দায়েরের পর বিষয়টি নিয়ে গোয়েন্দা তৎপরতা শুরু করে র‍্যাব। এরই ধারাবাহিকতায় বুধবার (৯ আগস্ট) বিকেলে জেলার সাঁথিয়া উপজেলার চৌবাড়ীয়া গ্রাম থেকে আত্মগোপনকৃত ইলিয়াস হত্যা মামলার প্রধান আসামি বাবলু ব্যাপারীকে গ্রেপ্তার করা হয়। হত্যার কারণ সম্পর্কে র‍্যাব জানায়, গত ৯ জুলাই জালালপুর বাজারে একটি জিন্স প্যান্ট কেনাবেচাকে কেন্দ্র করে নিহত ইলিয়াস ও গ্রেপ্তার বাবলুর মধ্যে কথা কাটাকাটি আর হাতাহাতির জেরে এ হত্যার ঘটনা ঘটে। গ্রেপ্তারকৃত বাবলুর বিরুদ্ধে ২০১৮ সালে আতাইকুলা থানায় একটি হত্যা মামলাসহ কয়েকটি মামলা রয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাকে সদর থানার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়। এদিকে, র‍্যাব ও স্থানীয়দের একাধিক সূত্র জানায়, গ্রেপ্তারকৃত বাবলু ব্যাপারী ইতিপূর্বে চরমপন্থী সংগঠন লাল পতাকার সাথে সম্পৃক্ত ছিলেন। পরবর্তিতে জেলার বিভিন্ন চরমপন্থীদের সাথে তিনিও আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আত্মসমর্পণ করে স্বাভাবিক জীবনে ফেরার অঙ্গীকার করেছিলেন। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধাও ভোগ করে আসছিলেন বাবলু ব্যাপারী।

No comments