× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে ট্রাকের সাথে ধাক্কায় মোটর সাইকেল চালক নিহত

পাবনার ঈশ্বরদীতে রাস্তার পাশে থেমে থাকা ট্রাকের সাথে মোটর সাইকেল দুর্ঘটনায় মোটর সাইকেল চালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌঁনে ৯ টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের কালিকাপুর চিনিরমিল এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মোটর সাইকেল চালক সজীব হোসেন তালুকদার (৩৫) ঈশ্বরদী উপজেলার মুলাডুলি এলাকার মোঃ ইসমাইল তালুকদারের ছেলে। প্রত্যক্ষদর্শী এবং পুলিশ সূত্রে জানা যায়, নিহত সজীব দাশুড়িয়া থেকে পাবনা যাচ্ছিলেন। তার যাত্রাপথে কালিকাপুর চিনিরমিল এলাকায় পৌঁছালে সেখানে রাস্তার পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের পেছনে সজোরে আঘাত করে। স্থানীয়রা শব্দ পেয়ে দৌঁড়ে এসে দেখেন সজীব মারা গেছে। পাকশি পুলিশ ফাঁড়ির এস আই বিল্লাল হোসেন জানান, চিনিরমিল এলাকায় রাস্তার পাশে একাধিক খাবার হোটেল রয়েছে। চালকরা সেখানে গাড়ী থামিয়ে খাবার খান। সেই থামানো গাড়ীকেই রাতে দেখতে না পেয়ে সজীব পিছন থেকে সজোরে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
Advertisement (sandha)
A
dvertisement (pabna sweet)

No comments