রোড মার্চ সফল করতে ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের প্রচার মিছিল ও পথসভা
রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করার লক্ষ্যে ঈশ্বরদীতে সেচ্ছাসেবক দলের প্রচার মিছিল ও পথসভায় অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার(১৬ সেপ্টেম্বর) দুপুর ২ টায় শহরের রেলগেটস্থ বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এই প্রচার মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।
ঈশ্বরদী উপজেলা ও পৌর সেচ্ছাসেবক দলের উদ্যোগে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আব্দুল কুদ্দুস। এই কর্মসূচিকে সফল করতে সর্বস্তরের জনসাধারণকে অংশগ্রহণের আহ্বান জানান তিনি।
উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক শরিফুল ইসলাম শরীফের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী সেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান নয়ন ও পাবনা জেলা সেচ্ছাসেবকদলের আহবায়ক ইয়ামিন খান।
উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব মেহেদী হাসানের পরিচালনায় এসময় এসময় উপস্থিত ছিলেন পাবনা জেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব কমল শেখ টিটু, যুগ্ন আহবায়ক দীপঙ্কর কুমার জিতু, যুগ্ন আহবায়ক আশরাফুল ইসলাম রাজিব, যুগ্ন আহবায়ক মোঃ রানা হোসেন, পাবনা পৌর সেচ্ছাসেবকদলের আহবায়ক জুবায়ের খান প্রিন্স, সদস্য সচিব বাদশা হারুনার রশীদসহ জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন পৌর সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রুমন আলী, দাশুড়িয়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল খান, মুলাডুলি ইউনিয়ন সেচ্ছাসেবকদলের সভাপতি নসিব হাসান ও সাধারণ সম্পাদক ইমরান হোসেন, সলিমপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি কবিরুজ্জামান রেন্টু ও সাধারণ সম্পাদক নাজমুল হাসান পলাশ, সাহাপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ রাসেল পারভেজ ও সাধারণ সম্পাদক বাঁধন হাসান আলীম, পাকশী ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি আজাদুল ইসলাম আজাদ ও সাধারণ সম্পাদক শাহীন হোসেন, সাঁড়া ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি রওশন আলম পাপ্পু, উপজেলা ছাত্রদলের নেতা মোস্তাফিজুর রহমান বিটু, পৌর ছাত্রদল নেতা নাজমুল হাসান রিসাদ, কলেজ ছাত্রদল নেতা মাহামুদুল হাসান শাওনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী
জানা গেছে, আগামীকাল রবিবার (১৭ সেপ্টেম্বর) রাজশাহী বিভাগীয় রোড মার্চ সফল করতে বগুড়া শহরের এরুলিয়া স্কুল মাঠ থেকে সকাল ৯টায় বিএনপির কেন্দ্রীয় মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির বিভিন্ন সদস্য, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া জেলা বিএনপি, কেন্দ্রীয় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। রোড মার্চটির উদ্বোধন করবেন বিএনপির মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর।
এদিকে ঈশ্বরদী উপজেলা ও পৌর সেচ্ছাসেবকদলের পক্ষ হতে রোড মার্চ সফল করতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
Advertisement (sandha)
Advertisement (pabna sweet)
No comments