আওয়ামী লীগ কার্যালয়ে আগুন
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণা উপলক্ষে সিরাজগঞ্জের চৌহালীতে নির্মিত অস্থায়ী কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বত্তরা।
মঙ্গলবার (১৪ নভেম্বর) দিনগত মধ্যরাতে উপজেলার চরছলিমাবাদ এলাকার ভূতের মোড়ে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বুধবার (১৫ নভেম্বর) দুপুরে চৌহালী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, দেশজুড়ে অগ্নিসন্ত্রাসের অংশ হিসেবে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা এ নাশকতা করেছেন। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে থানায় মামলা করা হয়েছে।
বাঘুটিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ মোল্লা বলেন, ‘স্থানীয় বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা আগুন দিয়ে এলাকায় প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। এ ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না।’
এ বিষয়ে চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ বলেন, ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেলসহ বেশকিছু আলামত উদ্ধার করা হয়েছে। দুর্বৃত্তদের আইনের আওতায় আনতে অভিযান চলছে।
No comments