× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন অর্জিত হয়েছে- মোখলেছুর রহমান মিন্টু

বঙ্গবন্ধু কন্যার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের ব্যাপক উন্নয়ন অর্জিত হয়েছে বলে মন্তব্য করেছেন ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোখলেসুর রহমান মিন্টু। ২৩ শে ডিসেম্বর শনিবার উপজেলার সলিমপুর ইউনিয়নের জয়নগর শিমুলতলা বাজারে ইউনিয়ন ছাত্রলীগ আয়োজিত নির্বাচনী বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত (ঈশ্বরদী আটঘরিয়ার) প্রার্থী গালিবুর রহমান শরীফের নৌকা মার্কার প্রতি সেই ভালোবাসা জনগন ব্যালটের মাধ্যমে প্রকাশ করবে। সলিমপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি এম আব্দুল্লাহর সভাপতিত্বে ও সাবেক সাংগঠনিক সম্পাদক অপুর সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পাবনা জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামীলীগের কোষাধ্যক্ষ তৌফিকুরজামান রতন, ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, সাধারণ সম্পাদক নায়েক এম এ কাদের, উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুল হক মালিথা, ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আব্দুল বারী, ঈশ্বরদী উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মাসুদ রানা, পৌর ছাত্রলীগের সভাপতি আবীর হোসেন শৈশব, পাবনা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি আবু সাঈদ, ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সফল সভাপতি দেলেয়ার হোসেন, সাবেক সাধারণ সম্পাদক ফারুক বিশ্বাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সভাপতি মল্লিক মিলন মাহমুদ তন্ময়। সভায় বক্তারা বলেন, আগামী ৭ জানুয়ারির নির্বাচনে ভোটার উপস্থিতি নিশ্চিত করণ ও নৌকার বিজয় সুনিশ্চিত করতে ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীদের বাড়ি বাড়ি গিয়ে সরকারের উন্নয়ন কর্মকান্ড তুলে ধরতে হবে।

No comments