অন্যায়ের সাথে আপষ নয়- নবনির্বাচিত সাংসদ গালিবুর রহমান শরীফ।
ঈশ্বরদীতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ জানুয়ারি সোমবার সকালে উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত মাসিক সভায় প্রধান অতিথি ছিলেন পাবনা-৪ আসনের নবনির্বাচিত এমপি গালিবুর রহমান শরীফ। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) টি এ রাহসিন কবীর, ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, নারী ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলি।
সভায় ঈশ্বরদীর রেলগেটে যানজট, বাজারের রিক্স্রাস্ট্যান্ডের যানজট, গরু চুরি ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এলাকায় বকাটেদের উৎপাত ও মাদক নিয়ে সমস্যার কথা বলেন বক্তারা।
প্রধান অতিথির বক্তব্যে এমপি গালিব শরীফ সকলকে সমন্বয় করে কাজ করার আহবান জানিয়ে বলেন, ইভটিজিং একটি মারাত্বক ব্যাধি। সামাজিক যোগাযোগ মাধ্যমের কারণে সামাজিক অবক্ষয় ঘটছে। এব্যাপারে কঠোর প্রদক্ষেপ গ্রহণ করার কথা বলেন তিনি।
ঈশ্বরদীর সকল সমস্যা চিহ্নিত করে সুন্দর ঈশ্বরদী গড়ার কথা বলেন তিনি। তিনি আরও বলেন, আমি অন্যায়ের সাথে আপষ করিনি, ভবিষ্যতেও করতে চাই না। বরং প্রতিহত করতে চাই অন্যায়কে। পৌরসভার মেয়রসহ কয়েকজন জনপ্রতিনিধিও সভায় আসেননি উল্লেখ করে ভবিষ্যতে সকলের উপস্থিতিতে সিদ্ধান্ত নিয়ে ঈশ্বরদীর উন্নয়নকে এগিয়ে নিতে হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ মুলাডুলি ইউনিয়নের চেয়ারম্যান আবদুল খালেক মালিথা সাঁড়ার চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, পাকশীর চেয়ারম্যান সাইফুজ্জামান পিন্টু, ছলিমপুরের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, দাশুড়িয়ার চেয়ারম্যান বকুল সরদার, এস এম স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহীন, মাদকদ্রব্যের পরিদর্শক আবদুল্লাহ আল মামুন, রেল নিরাপত্তা বাহিনীর পরিদর্শক ফিরোজ হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।সভায় সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।##
No comments