× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঘন কুয়াশায় সড়ক দুর্ঘটনা, নিহত ২

ঈশ্বরদীতে ঘন কুয়াশার কারণে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত ও ৩ জন আহতের ঘটনা ঘটেছে। ২০ জানুয়ারি শনিবার সকাল উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের কোলেরকান্দি বটতলা সংলগ্ন দেওয়ানের ঢালে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের আ: রফ এর ছেলে নাছিম (৪৫) ও পাবনার রাধানগরের সুভত কুমারের ছেলে অমিত কুন্ডু। আহতরা হলেন সাড়া ঝাউদিয়ার আফিল উদ্দিনের ছেলে আতিয়ার (৩৩), দেবত্তর গ্রামের আবুল কাশেমের ছেলে আমিনুল ইসলাম (৪৪) ও চক ঘোষপুর গ্রামের জামাল উদ্দিনের ছেলে আঃ কাদের (৩৫)। ঘটনার সত্যতা স্বীকার করে পাকশী পুলিশ ফাঁড়ির ইনচার্জ আশিষ সান্যাল জানান, শনিবার সকালে কুষ্টিয়া-পাবনা মহাসড়কে একটি হাইসযোগে কর্মস্থল পাকশীতে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা এস এস পরিবহনের একটি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ জন ঘটনাস্থলে নিহত ও ৩ জন আহত হয়েছে। আহতদের রাজশাহী ও ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। যানবাহন দুইটিকে আটক করা হয়েছে। তবে চালকরা পালিয়েছে। ঘন কুয়াশার কারণে এমন দুর্ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

No comments