× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



পাবনা জেলার সর্বোচ্চ ভোটে জয়ী গালিবুর রহমান শরীফ

জেলায় সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনে জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন নৌকা প্রতীকের পাবনা জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ। বিজয়ী গালিবুর রহমান শরীফ এ আসনের পাঁচবারের সংসদ সদস্য ও প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর ছেলে। তিনি পেয়েছেন ১ লাখ ৬৭ হাজার ৪৪৩ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের উপদেষ্টা স্বতন্ত্র ঈগল মার্কার প্রার্থী পাঞ্জাব আলী বিশ্বাস পেয়েছেন ১৪ হাজার ৬৬৩ ভোট। জেলার পাবনা-১ আসনে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার নৌকার প্রার্থী শামসুল হক টুকু পেয়েছেন ৯৪ হাজার ৩১৪ ভোট, পাবনা-২ আসনে নৌকার প্রার্থী আহমেদ ফিরোজ কবীর পেয়েছেন ১ লাখ ৬৫ হাজার ৮৪২ ভোট, পাবনা-৩ আসনে নৌকার প্রার্থী মকবুল হোসেন পেয়েছেন ১ লাখ ১৯ হাজার ৪৬৯ ভোট এবং পাবনা-৫ আসনে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্স পেয়েছেন ১ লাখ ৫৭ হাজার ২৬০ ভোট। প্রসংগত: পাবনা জেলার ৫টি আসনে প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে কেন্দ্রীয় আওয়ামী লীগ শুধু পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘোড়িয়া) আসনের মনোনয়ন পরিবর্তন করে নবাগত ও তরুণ নেতা গালিবুর রহমান শরীফকে নৌকার প্রতীক বরাদ্দ দান করেন। অন্যান্য ৪টি আসনে মনোনয়ন প্রাপ্তরা একধিকবারের নির্বাচিত সংসদ সদস্য।

No comments