× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দাশুড়িয়াতে বিডি ক্রিয়েশনের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত।

দাশুড়িয়াতে বিডি ক্রিয়েশন'র বার্ষিক বনভোজন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার ( ১৮ জানুয়ারী) সকাল থেকে দিনব্যাপী ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়ার মুনশিদপুরে বিডি ক্রিয়েশন এর নিজস্ব কার্যালয়ে মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজন করা হয়। বিডি ক্রিয়েশন এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা আহমেদ পিয়াস এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বকুল সরদার। অনুষ্ঠানে বিডি ক্রিয়েশনের চেয়ারম্যান মোঃ বেলাল হোসাইন, ডিরেক্টর ইমরান খানসহ বিডি ক্রিয়েশনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন আলম খান।
১২০০ কর্মচারী নিয়ে প্রায় চার বছর ধরে বিডি ক্রিয়েশন বেত, হোগলা, পাট, সনের তৈরী নানা ধরনের পন্য সাফল্যের সাথে দেশ ও বিদেশের প্রায় ৭৪ টি দেশে সরবরাহ করে আসছে। উল্লেখ্য বিডি ক্রিয়েশনের হেড অফিস পুবাইল গাজীপুর অবস্থিত। এছাড়াও তাদের ফ্যাক্টরি রয়ে গেছে ভোলা, নরসিংদী, কাপাসিয়া,বেলাবো বগুড়া, দিনাজপুর, যশোর। বিডি ক্রিয়েশনের উদ্যোক্তা মোস্তফা আহম্মেদ বলেন, ‘আমাদের মূল উদ্দেশ্যই ছিল ব্যবহার অনুপযোগী পণ্যের ব্যবহার। সে উদ্দেশ্য থেকে কচুরিপানা, ছন ও হোগলাপাতা, তালপাতা, খেজুরপাতার মতো উপকরণ দিয়ে পণ্য তৈরি শুরু হয়। যা এখন ৭৪টি দেশে রপ্তানি হচ্ছে।’ তিনি আরও বলেন, তাঁদের কোনো পণ্য দেশের বাজারে বিক্রি হয় না। পুরোটাই রপ্তানি করা হয়। এসব পণ্য রপ্তানি করে প্রতিবছর প্রায় শতকোটি টাকার বিদেশি মুদ্রা দেশে আসে।

No comments