মানাবের উদ্যোগে মাদকবিরোধী প্রীতি ক্রিকেট ম্যাচ
সুস্থ সংস্কৃতির বিকাশ ও মাদক থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে ঈশ্বরদীতে মানাব এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে প্রীতি ক্রিকেট ম্যাচ। ২২ জানুয়ারি সোমবার বিকেলে ঈশ্বরদী সরকারি এস এম স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন অতিরিক্ত পুলিশ সুপার (ঈশ্বরদী সার্কেল) বিপ্লব কুুমার গোস্বামী। এসময় ঈশ্বরদী থানার ওসি (তদন্ত) মনিরুল ইসলাম, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সাধারণ সম্পাদক সেলিম সরদার, দি বাংলাদেশ পোস্টের ঈশ্বরদী প্রতিনিধি মোঃ জাহাঙ্গীর হোসেন, কালেরকণ্ঠ ঈশ্বরদী প্রতিনিধি শেখ মেহেদি হাসান, দি বাংলাদেশ টুডে ও বাংলাদেশ বুলেটিনের ঈশ্বরদী প্রতিনিধি গোপাল অধিকারী, বিজয় টিভির ঈশ্বরদী প্রতিনিধি আশরাফুল ইসলাম সবুজ, যায়যায়দিনের ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজন ও সাংবাদিক মাসুদুল ইসলাম মাসুদ প্রমূখ উপস্থিত ছিলেন।
ম্যাচে প্রতিদ্বন্দ্বিতা করে ঈশ্বরদী এসপি সার্কেল বনাম ঈশ্বরদী ক্রিকেট একাডেমি। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন ঈশ্বরদী এসপি সার্কেল এর অধিনায়ক এস আই সুব্রত। অন্যদিকে ঈশ্বরদী ক্রিকেট একাডেমির অধিনাকত্ব করেন ঈশ্বরদী পৌরসভার সচিব জহুরুল ইসলাম।
আয়োজক মানাবের সভাপতি মাসুম পারভেজ কল্লোল জানান, মূলত যুবসমাজকে মাদকের থাবা থেকে খেলাধুলামুখী করা ও সুস্থ সংস্কৃতি বিকাশের জন্যে এই আয়োজন। যুবসমাজ যেন মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে না জড়ায় সেজন্য তাদেরকে খেলাধুলাতে অবসর সময় ব্যয় করার ব্যাপারে উদ্বুদ্ধ করতে পারলে সুন্দর সমাজ গঠন সম্ভব। এ আয়োজনের ছিল স্পন্সর রাফি লিংক আপ লিমিটেড।
No comments