× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চনের না, কী ভাবছেন নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচনের মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে। ২০২৪-২৫ মেয়াদের দ্বিবার্ষিকী নির্বাচন আগামী ১৯ এপ্রিল অনুষ্ঠিত হবে। এজন্য প্যানেল গোছানোর কাজ নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন শিল্পীরা। এরই মধ্যে গুঞ্জন উঠেছে―এবার শিল্পী সমিতির নির্বাচনে অংশ নেবেন না চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। এ ব্যাপারে চিত্রনায়িকা নিপুণ বলেন, এখনো নির্বাচনের অনেক সময় বাকি আছে। এজন্য এখনই চূড়ান্ত কিছু বলা সম্ভব নয়। তবে এটা সত্য, যেটা শুনেছেন। কাঞ্চন ভাই এবার নির্বাচনে অংশ নেবেন না। এ নায়িকা বলেন, আসলে কাঞ্চন ভাইদের মতো বড় মাপের শিল্পীরা নির্বাচনে অংশ নিতে চান না। গতবারই অনেক অনুরোধ করে নির্বাচনে এনেছি তাকে। আর এবার যখন নির্বাচন নিয়ে কথা উঠেছে, তখনই তিনি জানিয়েছেন করবেন না। এ শিল্পীর ভাষ্যমতে―এখনই এবারের সভাপতির ব্যাপারে কথা বলতে চাচ্ছি না আমি। আগামী মার্চে প্যানেল নিয়ে আনুষ্ঠানিকভাবে কথা বলবো আমরা। আপাতত আমরা সমিতির বনভোজনের কাজ নিয়ে ব্যস্ত আছি। ✪ আরও পড়ুন: দীর্ঘদিন পর পর্দায় ফেরা প্রসঙ্গে মুখ খুললেন শাবনূর এদিকে শোনা যাচ্ছে, শিল্পী সমিতির ১৮তম নির্বাচনে একজোট হয়েছেন মনোয়ার হোসেন ডিপজল ও মিশা সওদাগর। আসন্ন এ নির্বাচনে একই প্যানেলের প্রার্থী হচ্ছেন তারা। এ নিয়ে কথাও বলেছেন ডিপজল। তার ভাষ্য, এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। তবে মিশা যদি সভাপতি প্রার্থী হতে চান, তাতে কোনো আপত্তি নেই ডিপজলের। আবার তিনি সভাপতি হলেও কোনো আপত্তি নেই। বাকিটা সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, শিল্পী সমিতির এবারের নির্বাচনে কাঞ্চন ও নিপুণ প্যানেল করবেন কি-না, সেটি নিশ্চিত নয়। কারণ, সম্প্রতি দ্বাদশ জাতীয় সংসদে সংরক্ষিত আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র সংরক্ষণ করেছেন নিপুণ। এ কারণে নির্বাচনে তার অংশ নেয়ার বিষয়টি স্পষ্ট নয়।

No comments