× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় দীর্ঘদিনের আবর্জনার ভাগাড় অপসারনণের উদ্যোগ

নিয়েছি শপথ গড়বো দেশ, পরিচ্ছন্ন রাখবো বাংলাদেশ-এই শ্লোগানকে সামনে রেখে ঈশ্বরদীর প্রবেশ মুখে পৌরসভার ফেলে রাখা দীর্ঘদিনের ময়লা-আবর্জনার ভাগাড় অপসারণ করে পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘড়িয়া) আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। ১৭ ফেব্রুয়ারি, শনিবার সকালে উপজেলার হারুখালি ময়লাস্তূপে বর্জ্য অপসারণের উদ্যোগ গ্রহণের মাধ্যমে কমসূচির উদ্বোধন ঘোষণা করেন। উপজেলা যুবলীগের সভাপতি শিরহান শরীফ তমালের সার্বিক তত্তাবধানে উপজেলা ও পৌর ছাত্রলীগের আয়োজনে কর্মসূচিতে গালিবুর রহমান শরীফ বলেন, ঈশ্বরদীতে চলাচলকারী মানুষের দূর্ভোগের নাম এই ময়লার ভাগাড়। ঈশ্বরদীতে যেতে হলেই নাকে হাত দিয়ে প্রবেশ করতে হয়। এটি অপসারণ অতিব জরুরী। পৌরসভাকে সাথে নিয়ে এই জনগুরুত্বপূর্ণ সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তরুন প্রজন্মের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। পরে তিনি আশেপাশের স্থানগুলো ঘুরে দেখেন ও কৃষি জমিও যেন কোন প্রকার ক্ষতি না হয় সেদিনে নজর দেওয়ার কথা বলেন। এসময় ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, পৌর মেয়র মোঃ ইছাহক আলী মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, কাউন্সিলর আবুল হাসেম, পৌর যুবলীগের সভাপতি আলাউদ্দীন বিপ্লব, সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম লিটন, ছাত্রলীগের সাবেক সভাপতি রাকিবুল ইসলাম রনি, ছাত্রলীগের সভাপতি মিলন মল্লিক তন্ময়, পৌর ছাত্রলীগের সভাপতি আবির হাসান শৈশবসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

No comments