× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



জংশন ডিডিপি গুরুআশ্রমের ৩৮ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত

আতায়ে রাসূল হিন্দের ওলি গরীবে নেওয়াজ হযরত খাজা মঈনুদ্দিন চিশতি আজমেরী সানজারী (রঃ) স্মরণে বর্ণাঢ্য আয়োজনে ১১ ফেব্রুয়ারী'২৪ রেলওয়ে মালগুদাম চত্বরে অনুষ্ঠিত হলো ঈশ্বরদীর স্বনামধন্য প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরুআশ্রমের ৩৮ তম বাৎসরিক ওরশ মোবারক। এতে প্রধান অতিথি ছিলেন ঈশ্বরদী পৌর সভার মেয়র ইছাহক আলি মালিথা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজ'র অধ্যক্ষ মোঃ হামিদুর রহমান, ঈশ্বরদী প্রেসক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, ঈশ্বরদী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ মোঃ ইসমাইল হোসেন, লক্ষ্মিকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ, ইন্সপেক্টর এমদাদুল হক, বাঘা প্রেসক্লাবের সভাপতি আব্দুল লতিফ মিঞা, সোনাদহ হাইস্কুলের প্রধান শিক্ষক মকবুল হোসেন নবাব, পাবনার কাদরিয়া মোহাম্মদিয়া দরবার শরীফের পীর সাহেব কবি জয়নাল আবেদীন শাহ, কুষ্টিয়ার দৌলতপুর শান্তিনগর বিয়নাশ্রমের গুরুজী ফকির আনোয়ার হোসেন ঝন্টু শাহ, কুষ্টিয়া দৌলতপুর আমদহ মাতৃধামের গুরুজী ফকির রমজান আলী শাহ, নূর নবী মওলাপুর বিশ্ব আশেকান মঞ্জিলের পীর সাহেব কবি শাহ সুফি হাফিজুর রহমান, পাবনা মাধপুর জেহের মঞ্জিল দরবার শরীফের পীর শাহ সুফি চিশতি কবি রফিক আলী রউফ ফকির। সংগীত শিক্ষক ও শিল্পী রেজাউর রহমান পাপ্পু এবং দৈনিক যায়যায়দিন'র ঈশ্বরদী প্রতিনিধি খালেদ মাহমুদ সুজনের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন সাঁড়া গোপালপুর বাবা কালাচাঁদ ফকির চিশতিয়া দরবার শরীফের সভাপতি ও ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম ফজলুর রহমান, প্রধান খাদেম মোঃ রেজাউল করিম চিশতি, সাকরেগাড়ি কাদরিয়া দরবার শরীফের গুরুজী কবি ভিন্নবাবা রজব আলী ভান্ডারী, কবি রমজান আলী, কৈকুন্ডা চিশতিয়া দরবার শরীফের পীর ফকির রিপন আল চিশতি, লক্ষ্মিকুন্ডা আকাতুল্লাহ মনি দরবার শরীফের প্রধান খাদেম ডাঃ ইউনুস আলী, কবি এস এম সাহেদ, কবি সাধন কুমার কুন্ডু, কবি ওয়াজেদ আলী প্রমুখ। পরে খাজার শানে ভক্তিগীতি পরিবেশন করেন শিল্পী ঝন্টু ফকির, রমজান ফকির, ইলমাতুল ইসলাম রুপা, আমজাদ হোসেন বাউল, রউফ ফকির, শুকুর আলী বাউল, ইউনুস বাউল, প্রার্থনা, রিদিতা, দেলবার হোসেন, সিরাজুল ইসলাম, জুনায়েদ পাগল, নুরজাহান বাউল, রুমানা সরকার, জুলেখা বাউল, এস এম অন্ত, সন্ধ্যা সরকার, মুকুল হোসেন, হায়দার আলী বাউল, এস এম রাজা বাউল প্রমুখ। অনুষ্ঠানে মিলাদ মাহফিল, বিশেষ মোনাজাত ও তবারক বিতরণ করা হয়। প্রচুর সংখ্যক ভক্ত, অনুরাগী ও সুধীজন দীর্ঘ সময় ধরে এই অনুষ্ঠান উপভোগ করেন।

No comments