× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বণার্ঢ্য আয়োজনে জন্মভূমিতে অধ্যাপক শহিদুল ইসলামের ৮৫তম জন্মদিন উদযাপন

ঈশ্বরদীতে বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বরেণ্য প্রাবন্ধিক, কথাসাহিত্যিক, লেখক, বিশিষ্টজন, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ঈশ্বরদীর আলোকিত সন্তান, অধ্যাপক শহিদুল ইসলামের ৮৫তম জন্মদিন বণার্ঢ্য আয়োজনে উদযাপন হয়েছে। জন্মদিন উপলক্ষে প্রেস ক্লাবের উদ্যোগে মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। শুরুতেই অধ্যাপক শহিদুল ইসলামকে উত্তরীয় পরিয়ে দেন প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। জন্মদিনের এই আয়োজনে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তন ছিল কানায় কানায় পরিপূর্ণ। সভায় সভাপতিত্ব করেন ঈশ্বরদী প্রেস ক্লাবের সভাপতি মোস্তাক আহমেদ কিরণ। এ সময় অধ্যাপক শহিদুল ইসলামের জীবনী নিয়ে আলোচনা করেন উপজেলা বঙ্গবন্ধু পরিষদের আহবায়ক সাবেক অধ্যাপক উদয় নাথ লাহেড়ী, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক কমান্ডার আঃ খালেক, বীর মুক্তিযোদ্ধা পি. এম আজাদ, বীর মুক্তিযোদ্ধা সিরাজ উদ্দীন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাই মঞ্জু, দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আইনুল ইসলাম, সরকারি সাঁড়া মাড়োয়ারী স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহীদুল ইসলাম শাহিন, ঈশ্বরদী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এস এম রাজা, সহ-সভাপতি কে এম আবুল বাসার, সহ-সভাপতি খোন্দকার মাহবুবুল হক দুদু, আব্দুল মান্নান টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম সরদার, সাংগঠনিক সম্পাদক আত্উার রহমান বাবলু, দাশুড়িয়া ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক হাসানুজ্জামান, প্রাথমিক সংস্কৃতি কেন্দ্রের পরিচালক মোশাররফ হোসেন মুসা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব যুধিষ্ঠির কর্মকার, যুগান্তর স্বজন সমাবেশের সভাপতি আফসার আলী, স্কাউট ব্যক্তিত্ব মোঃ নওশাদ আলী, জেলা সিনিয়র সহকারি জর্জ সিরাজুল ইসলাম মামুন, গ্রীণ জুয়েলস কিন্ডার গার্টেন এর অধ্যক্ষ মহসিনা আক্তার প্রমূখ। ১০ ফেব্রæয়ারি, শুক্রবার সন্ধ্যায় শহিদুল ইসলামের ৮৫তম জন্মদিন উদযাপন উপলক্ষে ঈশ্বরদী প্রেসক্লাবের উদ্যোগে আয়োজনে ছিল প্রাণবন্ত আলোচনা, স্মৃতিচারণ, কেক কাটা ও বই উপহার প্রদান। পরিবেশিত হয় গান ও কবিতা। শহিদুল ইসলাম অনুষ্ঠান মঞ্চে তাঁর লেখা বিভিন্ন কাব্যগ্রন্থ প্রেস ক্লাব লাইব্রেরির জন্য উপহার দেন। একই সঙ্গে দর্শক শ্রোতা ও আয়োজকদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হন তিনি। ঈশ্বরদী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল বাতেন এর সঞ্চালনায় জন্মদিনের অনুভূতিতে অধ্যাপক শহিদুল ইসলাম আবেগে আপ্লুত হয়ে বলেন, জীবনের ৮৫ তম বছরের জন্মদিনটি আমার জীবনের শ্রেষ্ঠতম উপহার। সব সময় দায়িত্ববোধের জায়গা থেকে কাজ করে গেছি। নিজ শৈশবের স্মৃতিচারণ করে বার বার ঈশ্বরদীতে ফিরে আসার কথা বলেন তিনি। পরে কেক কেটে এবং কলের গানের পরিচালক মানিক মন্ডল, সূর ও বাণীর পরিচালক শিল্পী তৌসিবুল হক বিশ্বাস, রেজাউর রহমান পাপ্পু, রাইসাসহ শিল্পীদের গানের মধ্য দিয়ে শেষ হয় সাংস্কৃতিক আয়োজন। এছাড়াও নজরুল গবেষক নুরুল ইসলাম বাবলু এর নেতৃত্বে গুণী এই ব্যক্তি জন্মের ৭৮ বছর পরে নিজ আঁতুর ঘরে ঘরোয়া আয়োজনে ৮৫তম জন্মদিন উদযাপন করা হয়।##

No comments