ভাষা শহীদ বিদ্যানিকেতনে অভিভাবক সমাবেশ ও সংবর্ধনা প্রদান
সলিমপুর ইউনিয়নের স¦নামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ভাষা শহীদ বিদ্যানিকেতনে এক হাজার অভিভাবক নিয়ে অভিভাবক সমাবেশ, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
১১ ফেব্রæয়ারী, রবিবার সকালে বিদ্যালয় চত্বরে বর্ণিল আয়োজনে এসব অনুষ্ঠান সম্পন্ন হয়। ভাষা শহীদ বিদ্যানিকেতনের পরিচালনা পরিষদের সভাপতি প্রকৌশলী শহীদ হাসান লিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার সহকারী কমিশনার টি. এম রাহসীন কবীর।
প্রধান শিক্ষক মোক্তার হোসেন এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি ও বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ওহেদুজ্জামান, একাডেমিক সুপার ভাইজার আরিফুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এফ এ আসমা খাঁন, বিশিষ্ট সমাজ সেবক ও আওয়ামীলীগ নেতা আবুল কালাম সরদার।
বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক জালাল উদ্দিন তুহিন বলেন, ভাষা শহীদ বিদ্যানিকেতনে পড়েই অনেকে আজ আলোকিত। প্রতিষ্ঠানটির মান ধরে রাখতে সকলকে এগিয়ে আসতে হবে। আন্তরিক হতে হবে।
সভাপতি প্রকৌশলী শহীদ হাসান লিন বলেন, বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। স্মার্ট জনশক্তি, স্মার্ট অর্থনীতি ও স্মার্ট সোসাইটি নিয়ে স্মার্ট বাংলাদেশের দিকে আরও এগিয়ে যাবে একজন স্মার্ট শিক্ষার্থী। সকলকে সেইভাবে এগিয়ে যেতে হবে।
এ সময় আরো বক্তব্য রাখেন সাংবাদিক ওহেদুজ্জামান টিপু, সমাজ সেবক শহিদুল ইসলাম চেনু সরদার, আব্দুস সামাদ ডিলু, অভিভাবক রহমত উল্লাহ্, রফিকুল ইসলাম মুকুল, রোজিনা আক্তার ও শামসুল আলম লিটন।
অনুষ্ঠানে ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ১২জন মেধাবী শিক্ষার্থীদের নগদ অর্থ ও ক্রেষ্ট তুলে দেয়া হয়। এছাড়াও প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ সরদার মেধা বৃত্তি, মোহাম্মদ আলী বর্ষ সেরা ছাত্র বৃত্তি, কামরুন্নেছা ছাত্রী বৃত্তি ও অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদের ফরম পূরণ বাবদ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। এ সময় এলাকার গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, সাংবাদিক ও বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন।
No comments