তিনদিনব্যাপী ফুরফুরা শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিল শুরু
ঈশ্বরদীতে পাকশীতে ১৪ ফেব্রুয়ারি, বুধবার থেকে শুরু হচ্ছে তিনদিনব্যাপী ফুরফুরা শরীফের বার্ষিক ইছালে সওয়াব মাহফিল। শনিবার বাদ ফজর, আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইছালে সওয়াব মাহফিল। মোনাজাত পরিচালনা করবেন ফুরফুরা শরিফের গদীনশীন পীর হজরত মাওলানা বক্কর আবু মোহাম্মদ আবদুল্লাহ সিদ্দিকী আল কোরাইশি।
এ ছাড়া মাহফিলে ওয়াজ কবরেন দেশ বরেণ্য খ্যাতনামা ওলামায়ে কেরাম, পীর মাশায়েখ, ফুরফরার খলিফা ও মোবাল্লিগগন।
সর্বিকভাবে পীর সাহেবের নির্দেশে কেন্দ্রিয় ইছালে সওয়াবে দায়িত্বশীল মোঃ গোলাম মোস্তাফা চাঁদ জানান, এই বছর ইছালে সওয়াব মাহফিলে দেশ-বিদেশের লক্ষাধিক ধর্মপ্রাণ মুসল্লির আগমন ঘটবে বলে আশা করছেন। তারা ইসলামের বয়ান শুনবেন। জেলা প্রশাসক এবং পুলিশ সুপার বলেছেন এখানে যেন ধর্মীয় উস্কানি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিঘ্নিত হওয়ার কোন ঘটনা না ঘটে। গতবছর অন্যান্য বছরের চেয়ে অনেক মুসল্লি অংশ নেন। আখেরি মোনাজাতে মুসল্লিরা জায়গা না পেয়ে বিভিন্ন রাস্তা ও দোকানপাটে বসে অংশ নেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ বলেন, আগামী ১৫ ফেব্র্রুয়ারি থেকে দেশব্যাপী শুরু হচ্ছে এসএসসি পরীক্ষা। পাকশীতে দুটি কেন্দ্রে একযোগে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার পরিবেশ মাইকের কারণে যেন বিঘ্নিত না হয় এবং পরীক্ষার্থীদের যোগাযোগ ব্যবস্থা নির্বিঘ্ন করতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশ দিয়েছি। ধর্মীয় ভাব-গাম্ভির্যে ইছালে সওয়াব মাহফিল সম্পন্ন হোক এই প্রত্যাশা করেন তিনি।
No comments