× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদী সরকারি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত

ঈশ্বরদী উপজেলার অন্যতম শিক্ষাপ্রতিষ্ঠান ঈশ্বরদী সরকারি কলেজ উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান (কলেজ) প্রফেসর এস এম রবিউল ইসলাম, কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ শ্রেণী শিক্ষক বিদ্যুৎ কুমার রায়, সহযোগী অধ্যাপক, রসায়ন বিভাগ, শ্রেষ্ঠ শিক্ষার্থী মোছা: সাদিয়া ইসলাম আফরিন, নির্ধারিত বক্তৃতায় তানভীরুল তামিম, রবীন্দ্র সংগীতে এস এম তাসনিম, নজরুল সংগীতে তানভীরুল তামিম ও এ্যানি, লোকসঙ্গীতে এ্যানি, বাংলা কবিতা আবৃতিতে তানভিরুল তামিম, বিতর্ক প্রতিযোগিতায় মুনিয়া মুশতারী ও মুসাব্বির আল আরাফ, দেশাত্মবোধক গানে এস এম তাসনিম মারিয়াম ও মারুফ ইসলাম কেরাতে ইশরাত জাহান, হাম ও নাতে ইশারাত জাহান, বাংলা রচনায় মোসা: হোসনে আরা শ্রেষ্ঠত্ব অর্জন করেছে।। ২০২৪ সালের জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে এসব শ্রেষ্ঠত্বের গৌরব অর্জন করে প্রতিষ্ঠানটি। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ওয়াহেদুজ্জামান। জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৪ উপলক্ষে কলেজের ফলাফল, শিক্ষকদের যোগ্যতা, অবকাঠামোগত সুবিধা, প্রশাসনিক ও আর্থিক শৃঙ্খলা, আইসিটি দক্ষতা, পঠন-পাঠনে নিয়মানুবর্তিতা প্রভৃতি বিবেচনায় ঈশ্বরদী সরকারি কলেজ উপজেলার শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচিত হয়েছে। ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ এস এম রবিউল ইসলাম তার প্রতিক্রিয়ায় বলেন, পরিশ্রম কোনো দিনই বৃথা যায় না। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা পর্যায়ে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান শ্রেষ্ঠ কলেজ, শ্রেষ্ঠ শ্রেণি শিক্ষক ও শ্রেষ্ঠ শিক্ষার্থীসহ বিভিন্ন ক্যাটাগরীতে শ্রেষ্ঠ হিসেবে মনোনীত হওয়ায় উপজেলা প্রশাসন, শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানাই। অধ্যক্ষ বলেন, মুক্তিযুদ্ধের চেতনায় স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে দক্ষ জনশক্তি গড়ে তোলা আমাদের লক্ষ্য। এই অঞ্চলে শিক্ষার গুণগত মান ধরে রাখতে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আগামীতেও শিক্ষকমণ্ডলীসহ সংশ্লিষ্ট সবাই এই প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে আমার প্রত্যাশা।

No comments