× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



কৃষকরা যেন হয়রানির শিকার না হয় সেটি নিশ্চিত করতে হবে-সাংসদ গালিবুর রহমান শরীফ।

নির্ধারিত সময়ের এক সপ্তাহ পর ঈশ্বরদী উপজেলায় সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীণ বোরো ধান, গম ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। ১৪ মে মঙ্গলবার উপজেলার ঈশ্বরদী খাদ্যগুদাম ও মুলাডুলি কেন্দ্রীয় সংরক্ষনাগারের গুদামে মিলার ও কৃষকদের কাছ থেকে ধান, গম ও চাল সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ বলেন, শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ' ¯েøাগানকে সামনে রেখে চলতি মৌসুমে সরকারিভাবে অভ্যন্তরীণ বোরো ধান, চাল ও গম সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। কৃষক ও মিলার উভয়ে যাতে ন্যায্য মূল্য পায় সেদিক বিবেচনা করে সরকার ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে। কৃষকরা যাতে গুদামে ধান নিয়ে এসে হয়রানি না হয় সেটি স্থানীয় প্রশাসন কৃষি ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের নিশ্চিত করতে হবে। এসময় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ ও খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) মাহফুজ আল আসাদ বক্তব্য রাখেন। সকাল সাড়ে ১০টায় ঈশ্বরদী খাদ্যগুদামে আয়োজিত উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুবীর কুমার দাশ। উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা শাহীনুর রহমান, খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) মাহফুজ আল আসাদ, মুলাডুলি খাদ্য গুদামের ব্যবস্থাপক শেখ মো. আব্দুল হান্নান, উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা মাহমুদা মোতমাইন্না, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, অটো হাস্কিং মিল পাবনা জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য তফিকুউজ্জামান রতন মহলদার, উপজেলা চাল-কল মালিক গ্রæপের সাধারণ সম্পাদক জুলমত হায়দার, চাল সরবরাহকারী ব্যবসায়ী বাবুল হোসেন মল্লিক প্রমুখ। খাদ্যগুদামের সংরক্ষণ ও চলাচল কর্মকর্তা (এসএমও) মাহফুজ আল আসাদ জানান, এবার ১৬ হাজার ৫৪০ মেট্রিক টন চাল, ২৭৯ মেট্রিক টন ধান ও ৩৬৪ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে। চাল ৪৫, ধান ৩২ ও প্রতি কেজি গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৪ টাকা। আগামী ৩১ আগস্ট পর্যন্ত ধান, চাল ও গম কেনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

No comments