× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার পেলেন ঈশ্বরদীর নওশাদ

বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখে পুরস্কার পেলেন ঈশ্বরদী উপজেলার অদম্য মেধাবী নওশাদ আলী হৃদয়। হৃদয় ২০২০ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০০তম শুভ জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ প্রতিযোগিতায় অংশ নেন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর এ প্রতিযোগিতার আয়োজন করে। ঘ বিভাগে (উচ্চমাধ্যমিক শ্রেণি) 'বঙ্গবন্ধুর রাষ্ট্রভাবনা' শীর্ষক রচনা প্রতিযোগিতায় নওশাদ আলী হৃদয় এ পুরস্কার অর্জন করেন। ৪ জুন মঙ্গলবার দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের সভাপতি শিল্পী হাশেম খান। এ সময় উপস্থিত ছিলেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী, জাদুঘরের কিউরেটর মো. নজরুল ইসলাম খান প্রমুখ। প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার অর্জন করায় দারুণ উচ্ছ্বসিত নওশাদ আলী হৃদয় । তিনি বলেন, বঙ্গবন্ধুকে নিয়ে রচনা লিখে সারা দেশের মধ্যে একজন হয়ে পুরস্কার পাবো- এটা অনেক বড় পাওয়া। বাড়তি হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী, জাতীয় সংসদের স্পিকারসহ অনেক গুণী মানুষের কাছ থেকে পুরস্কার পেলাম। এটা অনেক বড় পাওয়া জানিয়ে তিনি বলেন, কলেজের সম্মানিত শিক্ষকগণ আমাকে এ প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য উৎসাহিত করেছেন। নওশাদ আলী হৃদয় সরকারি এডওয়ার্ড কলেজের প্রাণীবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র। তার বাড়ি উপজেলার জয়নগর গ্রামে। তার এ কৃতিত্বে খুশি বাবা-মা। তার বাবা নবাব আলী মোল্লা বলেন, ছেলে বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে পুরষ্কার অর্জন করায় আমরা খুবই আনন্দিত।

No comments