× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



আটঘড়িয়ায় চেয়ারম্যানের বিরুদ্ধে মামলার প্রতিবাদে বিক্ষোভ

পাবনার আটঘড়িয়া উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান তানভীর ইসলামের বিরুদ্ধে মামলার প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও সমাবেশ করেছেন উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিক্ষোভ থেকে পক্ষপাতিত্বের অভিযোগে আটঘরিয়া থানার ওসিকে অপসারণের দাবিতে আগামী বুধবার অর্ধদিবস হরতাল ঘোষণা করা হয়েছে। রবিবার (৯ জুন) বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় থেকে বিক্ষোভ শুরু হয়। পরে আটঘরিয়া বাজার হয়ে থানার সামনে দিয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার বাজার মোড়ে গিয়ে শেষ হয়। এ সময় টায়ার জ্বালিয়ে পাবনা-চাটমোহর মহাসড়ক অবরোধ করেন নেতাকর্মীরা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে উপজেলা আওয়ামী লীগের নেতারা বক্তব্য দেন। উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র শহীদুল ইসলাম রতন বলেন, ‘থানার ওসি হাদিউল ইসলাম আটঘরিয়ার দাগি সন্ত্রাসীদের সঙ্গে ওঠাবসা করেন। তার প্রত্যক্ষ মদদে কিছু সন্ত্রাসী আটঘরিয়ায় যা ইচ্ছে তা-ই করছে। তার অপসারণের দাবিতে আগামী বুধবার আটঘরিয়ায় অর্ধদিবস হরতাল।’ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও দেবোত্তর ইউপি চেয়ারম্যান মোহাইমিন হোসেন চঞ্চল বলেন, ‘উপজেলা নির্বাচনের পর আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর ও নেতাকর্মীদের কুপিয়ে হত্যাচেষ্টার আসামিরা প্রকাশ্যে ঘুরলেও তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছেন না ওসি। বরং সন্ত্রাসীদের পক্ষ নিয়ে নিরীহ নেতাকর্মীদের হয়রানি করছেন।’ উপজেলা চেয়ারম্যান তানভীর ইসলাম বলেন, ‘নির্বাচনের দিন বিভিন্ন কেন্দ্র ঘুরে ঘুরে নির্বাচন নিয়েই ব্যস্ত ছিলাম। আমাকে নির্বাচনের দিন প্রতিপক্ষের অফিস ভাঙচুরের আসামি করা হলো। তাও ১০ দিন পর! আটঘরিয়ার চিহ্নিত সন্ত্রাসী জুয়েলের নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর এবং নেতাকর্মীদের কুপিয়ে জখম করা হলো, তারা এখনও হাসপাতালে ভর্তি। জুয়েলের নামে যখন মামলা দেওয়া হলো, সেই জুয়েলের অভিযোগে আমার নামে মিথ্যা মামলা দেওয়া হলো।’ জানতে চাইলে আটঘরিয়ার থানার ওসি হাদিউল ইসলাম বলেন, ‘অপসারণের বিষয়টি তাদের রাজনৈতিক বিষয় হতে পারে। আমি যে কাজগুলো করেছি তার যথাযথ আইন মেইনটেইন করেই করেছি। কারও প্রভাবে প্রভাবিত হয়ে নয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং আইন যেভাবে বলে আমি সেভাবেই কাজ করি।’

No comments