দাদপুর উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত কমিটির পরিচিতি সভা
৮ জুন শনিবার দাদপুর উচ্চ বিদ্যালয় এর নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। নবনির্বাচিত ম্যানেজিং কমিটির পরিচিতি সভায় সভাপতিত্ব করেন সদ্য সাবেক সভাপতি সিরাজুল হক। সভায় নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি শরীফ আহমেদ রুমন কে ফুলের শুভেচ্ছা জানান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ সহকারী শিক্ষক ও কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক সমন্বয় করেন উক্ত প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বাবলুর রহমান।
সভায় নবনির্বাচিত সভাপতি শরিফ আহমেদ রুমন সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, আমাকে এই বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত করায় আমি কৃতজ্ঞ। এই বিদ্যালয়টির উন্নয়নে আমার চেষ্টা অব্যাহত থাকবে। ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানটি শিক্ষার মানোন্নয়ন এবং যুগোপযোগী এবং আধুনিক সুশিক্ষা অর্জনে আরো একধাপ এগিয়ে যাবে। তিনি আরো বলেন, দাদপুর উচ্চ বিদ্যালয়ের উন্নয়ন ও শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে নিরলসভাবে কাজ করে যাবেন। তিনি শিক্ষক ও এলাকাবাসী সবার সহযোগিতা কামনা করেন।
এসময় দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মকবুল হোসেন, বিশিষ্ট সমাজ সেবক মোঃ কোরবান আলী, দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন খান, আইন বিষয়ক সম্পাদক ডা: আকমল, তথ্য বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম বাদশা, সমাজসেবক ও পল্লী চিকিৎসক ডাক্তার চাঁদ আলী, বিশিষ্ট সমাজ সেবক ও দাদপুর হাফিজিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক জয়নাল আবেদিন খা, বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ইউপি সদস্য মোঃ তক্কেল আলী, ইউপি সদস্য ইমদাদুল হক, বিশিষ্ট সমাজসেবক ও ম্যানেজিং কমিটির সদস্য নূর মোহাম্মদ, অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুস সাত্তার এর কন্যা ম্যানেজিং কমিটির সদস্য শামীমা আক্তার, দাদপুর খারজানি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আজিজুর রহমান, ইউনুস আলী মুহুরী ও পল্লী চিকিৎসক ডাক্তার মোঃ শামীম সহ নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, সদ্য সাবেক ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, অত্র প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দাঁদপুর কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মো: ওবায়দুল্লাহ ।
No comments