× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



বিয়ে করলেন দীঘি?

সিনেপর্দার জনপ্রিয় অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি। ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন অসংখ্য চলচ্চিত্রে। বছরতিনেক আগে ‘তুমি আছ তুমি নেই’ ছবির মাধ্যমে চিত্রনায়িকা হিসেবেও তাঁর অভিষেক ঘটেছে। সোমবার (১ জুলাই) রাতে সামাজিক মাধ্যমে নেটিজেনদের নজরে এসেছে অভিনেত্রীর দেওয়া একটি পোস্ট, যা নিয়ে নেটদুনিয়ায় রীতিমতো তোলপাড়। দীঘির সেই পোস্টে দেখা গেছে, তাঁর অনামিকায় আংটি। মেহেদী রাঙানো হাত। আর হাতের নিচে একটি বিয়ের কার্ড! ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না আর...! সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ।’ তারপর থেকেই দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন নেটিজেনরা। সবার মনে একটিই প্রশ্ন—‘বিয়ে করে ফেলেছেন দীঘি?’ আবার কেউ বলছেন, ‘বিয়ে নাকি অভিনয়?’ তবে সত্যিই কি বিয়ে করেছেন দীঘি? খোঁজ নিয়ে ইনডিপেনডেন্ট ডিজিটাল জেনেছে যে, এখনই বিয়ের পিঁড়িতে বসছেন না অভিনেত্রী। ফেসবুকের সেই পোস্ট মূলত প্রমোশনাল। নতুন একটি সিনেমার প্রমোশনের উদ্দেশেই পোস্টটি দিয়েছেন তিনি। এ প্রসঙ্গে দীঘির বাবা সুব্রত বলেন, ‘অনেকে যে রকম ভেবেছেন, বিষয়টি আসলে তা নয়। দীঘির নতুন একটি সিনেমা আসছে, সেটিরই প্রমোশন এটা।’ নতুন সিনেমা সম্পর্কে জানতে চাইলে সুব্রত বলেন, ‘আজ (২ জুলাই) সন্ধ্যায় ঘোষণা আসছে নতুন সিনেমাটির। তখনই কে পরিচালনা করছেন, দীঘির বিপরীতে কে আছেন—সেসব বিষয়ে বিস্তারিত জানা যাবে।’ প্রসঙ্গত, দীঘিকে সর্বশেষ দেখা গেছে ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমায়। এতে তিনি ছিলেন বঙ্গবন্ধুর সহধর্মিনী শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ভূমিকায়। তাঁর বিপরীতে জাতির জনক শেখ মুজিবুর রহমানের চরিত্রে ছিলেন আরিফিন শুভ।

No comments