জিহাদ হত্যার বিচারের দাবিতে উত্তাল দাশুড়িয়া
ঈশ্বরদীতে শিশু জিহাদ হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও সর্বস্তরের জনগণ। ১১ জুলাই বৃহস্পতিবার সকালে দাশুরিয়া ট্রাফিক মোড়ে এলাকায় ঘন্টা ব্যাপি এই মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়। এলাকাবাসী ও সর্বস্তরের জনগণের আয়োজনে আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন দাশুড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বকুল সরদার, সাংবাদিক ও কলামিস্ট গোপাল অধিকারী, শিক্ষক আফজাল হোসেন, ইউপি সদস্য জুয়েল হোসেন, যুবলীগ নেতা রুহুল কুদ্দুস রুবেল সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন শিশু জিহাদকে এলাকার চিহ্নিত আপরাধী আসিফ নির্মমভাবে হত্যা করেছে এই হত্যাকারি ফাঁসির দাবি করেন এবং সমাজের এই সকল দুষ্কৃতীদের দৃষ্টান্তমূলক শাস্তি না হলে আবারো ধর্ষণ হত্যায় লিপ্ত হবে। আসিফ এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদকাসক্ত সে নানা অপকর্মে জড়িত। এসময় প্ল্যাকাড হাতে জিহাদ হত্যার বিচার চেয়ে অংশগ্রহণ করে জিহাদের সহকর্মীবন্ধুসহ শিক্ষার্থীরা। স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্র-ছাত্রী মানববন্ধনে অংশ নেয়। প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষন করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করার আহবান জানান। মানববন্ধনে শিশু জিহাদের মা কান্নাজনিত কণ্ঠে সন্তান হত্যার বিচার দাবি করেন। মানববন্ধন শেষে এক বিক্ষোভ মিছিল বের করা হয়। এসময় ঢাকা-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে রাখে বিক্ষোভকারীরা।
উল্লেখ্য গত ৫ তারিখ বিকেলে জিহাদ নিখোঁজের এক দিন পর তার বিব্রস্ত্র লাশ উদ্ধার করে পুলিশ। সেই দিনের রাতেই হত্যাকাণ্ডের মূল হোতা আসিফকে গ্রেফতার করে পুলিশ।
No comments