× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে সাংসদের পৃষ্ঠপোষকতায় মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের তত্বাবধান ও পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফের পৃষ্ঠপোষকতায় ঈশ্বরদীতে মাসব্যাপী বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলার সাহাপুরে আনুষ্ঠানিক আয়োজনে বিভিন্ন ফল ও ঔষধি গাছের ৪ হাজার চারা রোপন এবং বিতরণ করা হয়। এ উপলক্ষে সাহাপুরের বাঁশের বাদা উচ্চ বিদ্যালয়, নুরজাহান বালিকা উচ্চ বিদ্যালয় ও বাবুলচারা হাইস্কুলে সুধী সমাবেশের আয়োজন করা হয়। এতে সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার। সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল হক। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব বিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান আসাদ, বকুল সরকার, সাইম খান, এনামুল হোসেন, এনামুল কবির, সাঈদ হোসেন, ফয়সাল হোসেন, রাকিব হাসান, জীবন হোসেনসহ তিন শিক্ষাপ্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সুধীজনরা। এ ছাড়া ঈশ্বরদী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমলাক হোসেন বাবু, সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুর রহমান রিপন, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আকাল উদ্দিন সরদার, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, সহসভাপতি ওয়ারেস আলী ফকিরসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
এর আগে ২১ জুন মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়। ওইদিন বিকেলে শহরের আবুল মনসুর খান স্টেডিয়াম সংলগ্ন ঈশ্বরদী-পাকশী সড়কে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহসভাপতি সাব্বির আহমেদের সার্বিক ব্যবস্থাপনায় মাসব্যাপী এ বৃক্ষরোপন কর্মসূচি পরিচালিত হচ্ছে। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশনা রয়েছে এক ইঞ্চিও জমি ফাঁকা রাখা যাবে না। তাঁর এ নির্দেশনা বাস্তবায়নে ঈশ্বরদী উপজেলার ফাঁকা জায়গায় বৃক্ষ রোপনের কর্মসূচি শুরু করেছি। এ কর্মসূচি এগিয়ে নিতে সার্বিক পৃষ্ঠপোষকতায় রয়েছেন স্থানীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ। সাব্বির আহমেদ জানান, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা নিজে রোপন করেন এবং ৪ হাজার বিভিন্ন ফলজ ও ঔষধি গাছের চারা লাগানোর জন্য শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় প্রায় সাড়ে পাঁচ হাজার গাছের চারা রোপন করা হয়েছে। তিনি জানান, পর্যায়ক্রমে লক্ষাধিক গাছের চারা লাগানোর টার্গেট রয়েছে।

No comments