× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



ঈশ্বরদীতে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন

ভরবো মাছে মোদের দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঈশ্বরদীা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে র‌্যালি,আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে সপ্তাহ ব্যাপী গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে র‌্যালী, আলোচনা সভা, মাছের পোণা অবমুক্ত করণ, পুকুরের পানি রাসায়নিক গুণাগুণ পরীক্ষা, মৎস্য খাতের টেকসই উন্নয়ন নিয়ে তরুণদের ভাবনা শীর্ষক মতবিনিময় সভা, মৎস্য খাতে বর্তমান সরকারের সাফল্য নিয়ে তথ্যচিত্র প্রদর্শন, শ্রেষ্ঠ মৎস্য জীবীদের মাঝে পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি। ৩১ জুলাই বুধবার সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে একটি র‌্যালি উপজেলা পরিষদের সামনে থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের হলরুমে এসে আলোচনা সভায় মিলিত হয়। এ আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবীর কুমার দাশ এর সভাপতিত্বে বক্তব্য রাখেন পাবনা-৪ আসনের জাতীয় সংসদ সদস্য গালিবুর রহমান শরীফ, উপজেলা পরিষদের চেয়ারম্যান এমদাদুল হক রানা সরদার, ঈশ্বরদী পৌরসভার প্যানেল মেয়র আবুল হাসেম ও বীর মুক্তিযোদ্ধা তহুরুল আলম মোল্লা। এসময় উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম খান, মহিলা ভাইস চেয়ারম্যান আতিয়া ফেরদৌস কাকলী, ঈশ্বরদী প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আব্দুর রহমান খানসহ প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আসা মৎস্যজীবী, মৎস্য চাষি ও মৎস্য সেক্টরের সাথে জড়িত অনন্য সুফল ভুগিরা উপস্থিত ছিলেন। উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বর্তমানে ঈশ্বরদী উপজেলায় মাছের চাহিদা রয়েছে ৬ হাজার ৩৮৩ মেট্রিক টন, আর উপজেলায় উৎপাদন হচ্ছে ৬ হাজার ৬৪৩ মেট্রিক টন। ফলে ঈশ্বরদীর চাহিদা মিটিয়ে অতিরিক্ত মাছ পার্শ্ববর্তী বিভিন্ন জেলা-উপজেলায় সরবরাহ করা সম্ভব হচ্ছে।

No comments