× প্রচ্ছদ ঈশ্বরদী পাবনা জাতীয় রাজনীতি আন্তর্জাতিক শিক্ষাজ্ঞন বিনোদন খেলাধূলা বিজ্ঞান-প্রযুক্তি নির্বাচন কলাম
বাংলাদেশ আন্তর্জাতিক ঈশ্বরদী খেলা প্রযুক্তি বিনোদন শিক্ষা



দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় পূর্ণ সহযোগিতা পাবে : জামায়াতের আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, সব ধর্মের মানুষের ধর্মীয় অনুষ্ঠান পালনের পূর্ণ অধিকার আছে। সামনে দুর্গাপূজায় হিন্দু সম্প্রদায় তাদের ধর্মীয় আচার পালনে পূর্ণ সহযোগিতা পাবে। আমরা এ ব্যাপারে তাদের সর্বাত্মক সহযোগিতা করব। এ দেশ সবার, দেশে শান্তি এলে তার সুফল মুসলিম, হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান সবাই ভোগ করতে পারবে। এর নিশ্চয়তা জামায়াতে ইসলামী দিচ্ছে। রোববার (১ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চলমান পরিস্থিতিতে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেন, আমরা বলছি এখন শহীদ পরিবারের পাশে দাঁড়াতে হবে। তাদের কাছে যেতে হবে। যারা আহত আছে তাদের চিকিৎসা নিশ্চিত করতে হবে। আর বন্যার্ত এলাকায় সবাইকে যার যার সামর্থ্য নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে। এ কাজগুলো আমাদের অগ্রাধিকার। তার পাশাপাশি আমরা যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দরভাবে সবাই মিলে ফিরিয়ে আনতে পারি সেজন্য সেভাবে সবার সহযোগিতা দরকার। নির্বাচন পরিস্থিতি নিয়ে ডা. শফিকুর রহমান বলেন, আমরা সবাইকে নিয়ে ইনশাআল্লাহ অহিংস অখণ্ডিত একটা দেশ গড়ব। আমরা দেশকে আর বিভক্ত করতে দেব না। অতীতে যারা জাতিকে বিভক্ত করেছিল তারাই জাতির সর্বনাশ করে গেছে। ঐক্যবদ্ধ একটা জাতি নিয়ে আমরা সামনের দিনে এগোতে চাই। নির্বাচনের সময় আসুক, নির্বাচন পাব ইনশাআল্লাহ। আমরা আশাবাদী। নির্বাচনের ব্যাপারে প্রত্যাশার কথা জানতে চাইলে তিনি বলেন, এ ব্যাপারে আমরা এখনো কিছু বলতে চাচ্ছি না। আরও কিছু দিন দেখে আমরা আমাদের স্পষ্ট ম্যাপ তৈরি করব। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলন ও শেখ হাসিনা সরকারের পদত্যাগের এক দফা দাবি আদায়ের আন্দোলনে কুষ্টিয়া জেলায় শিক্ষার্থীসহ যারা শহীদ হয়েছেন তাদের প্রত্যেকের পরিবারকে নগদ অর্থ প্রদান করেন জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আর শহীদ পরিবারকে আর্থিক সাহায্য করার পর কুষ্টিয়া থেকে রাজধানী ঢাকা যাওয়ার পথে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া বাস টার্মিনাল এলাকায় সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় ও পথসভা করেন জামায়াতের তিনি। পরে দৌলতদিয়া ৭নং ফেরিঘাটে নেতাকর্মীদের প্রটোকলে ফেরিতে ওঠেন তিনি। ফেরির মধ্যে নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎও করতে দেখা যায় তাকে। এ সময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজবাড়ী জেলার আমির অ্যাডভোকেট নুরুল ইসলাম, নায়েবে আমির হাসমত আলী হাওলাদার, সেক্রেটারি আলিমুজ্জানসহ জেলার পাঁচ উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের নেতাকর্মীরা। সূত্র: দৈনিক কালবেলা।

No comments